ব্রাদার্সকে হারিয়ে লিগ শুরু ধানমন্ডির

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2025-03-04 18:49:04

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ মঙ্গলবার ব্রাদার্স ইউনিয়নকে ৪ উইকেটে হারিয়েছে ধানমন্ডি স্পোর্টিং ক্লাব। চলতি লিগে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে শুভসূচনা করল তারা। অধিনায়ক নুরুল হাসান সোহানের ব্যাটে জয় তুলে মাঠ ছাড়ে ধানমন্ডি!

মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬২ রান সংগ্রহ করে ব্রাদার্স ইউনিয়ন। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস খেলেন ওপেনিংয়ে নামা মাহফুজুল ইসলাম রবিন। ১১১ বলের এই ইনিংস অবশ্য হার টেকাতে পারেননি। বল হাতে ধানমন্ডির হয়ে ২টি উইকেট তুলে নেন কামরুল ইসলাম রাব্বি। আর মারুঢ মৃধা, সানজামুল ইসলাম ও হাসান মুরাদ নেন ১ টি করে উইকেট।

জবাবে ২৬৩ রানের রান তাড়ায় নেমে ৪৮.৫ ওভারে জয়ের বন্দরে নোঙর করে ধানমন্ডি স্পোর্টিং ক্লাব। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেন নুরুল হাসান সোহান। ৫৩ বলের এই ইনিংসটি তিনি ৪টি চার দিয়ে সাজিয়েছেন।

দলের হয়ে ফজলে মাহমুদ রাব্বি খেলেছেন ৭৮ বলে ৫৫ রানের ইনিংস। ৪ উইকেট হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

এ সম্পর্কিত আরও খবর