ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে আজ পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৭৭ রানের বড় ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। অধিনায়ক রায়ান রাফসানের নজরকাড়া ইনিংস আর রাফিউজ্জামান রাফির হিসেবী বোলিংয়ে এই জয় তুলে নেয় ক্লাবটি।
বিকেএসপিতে আজ মঙ্গলবার আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৯৮ রানের বড় পুঁজি সংগ্রহ করে শাইনপুকুর। ২৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২২১ রানেই সবকটি উইকেট হারিয়ে বসে পারটেক্স স্পোর্টিং ক্লাব।
ওপেনিংয়ে নামা রহমুতুল্লাহ আলী ও মইনুল ইসলামের জুটিতে ভর করে ভালোভাবে আগালেও ৭ ওভারে চোটে পড়ে মাঠ ছাড়েন মইনুল। এর ৫ ওভার পরেই আউট হন রহমুতুল্লাহ। তিনে নামা অনিক সরকার শাইনপুকুরের রানের খাতাটা ভালোই এগিয়ে দেন। ৩৫ ওভারে শহীদুল ইসলামের বলে আউট হয়ে মাঠ ছাড়েন ৭৮ বলের ৭৭ রান করা অনিক।
অনিক ফিরলে দলের হাল ধরেন অধিনায়ক রায়ান রাফসান রহমান। সাজঘরে ফেরার ব্যস্ততা বাড়লেও রাফসানের ব্যালেন্সড পারফর্মেন্সে শেষপর্যন্ত ২৯৮ রান করে শাইনপুকুর। ৫০ ওভারে আউট হওয়ার আগে ৮১ বলে ৮৭ রানের ইনিংস খেলেন তিনি। পারটেক্সের হয়ে ১ টি করে উইকেট তুলে নেন মোহর শেখ ,আলাউদ্দিন বাবু,শহীদুল ইসলাম, মোক্তার আলী।
জবাবে ২৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রাফিউজ্জামান রাফির হিসেবী বোলিংয়ে পারটেক্স ক্রিকেট ক্লাবকে ২২১ রান করে থামায় শাইনপুকুর। পারটেক্স স্পোর্টিংয়ের হয়ে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেন জাওয়াদ রয়েন। দলের হয়ে ৬৫ বলে ৪০ রানের ইনিংস খেলেন রুবেল মিয়া। শাইনপুকুরের হয়ে ৩টি করে উইকেট তুলে নেন আল ফাহাদ ও রাফি। এছাড়াও রহিম আহমেদ ২টি,শরীফুল ইসলাম ১টি ও আলি মোহাম্মদ তুলে নেন ১টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
শাইনপুকুর ক্রিকেট ক্লাব : ৫০ ওভারে ২৯৮/৫( রাফসান ৮৭(৮১), অনিক ৭৭(৭৮), জুবায়ের ৩৯(১৪)*;আহরান রহমান পিয়ান ১২/১)
পারটেক্স স্পোর্টিং ক্লাব : ৪৯.৫ ওভারে ২২১/১০( রুবেল মিয়া ৪০(৬৫), জাওয়াদ ৪৬(৬৭); রাফি১৪/৩)
ফল : শাইনপুকুর ৭৭ রানের ব্যবধানে জয়ী
ম্যাচসেরা: রাফিউজ্জামান রাফি