আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গত আসরে সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ। তাই এবারের আসরকে ঘিরে প্রত্যাশা ছিল অনেক উঁচুতে। তবে সে প্রত্যাশার চাপ নিতে পারেনি টাইগাররা। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ হারার পর নিউজিল্যান্ডের বিপক্ষেও বাঁচা-মরার ম্যাচে বড় পুঁজি গড়তে পারেনি বাংলাদেশ।
আজ রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে ২৩৬ রান করেছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেলেছেন ১১০ বলে ৭৭ রানের ইনিংস। আর তাতেই রেকর্ড গড়েছেন টাইগার অধিনায়ক। বাংলাদেশের প্রথম কোনো অধিনায়ক হিসেবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেছেন শান্ত। এ ছাড়া দ্বিতীয় অধিনায়ক হিসেবে আইসিসির কোনো ওয়ানডে টুর্নামেন্টে পঞ্চাশোর্ধ রান করেছেন শান্ত। তার আগে বাংলাদেশের জার্সিতে এই কীর্তি ছিল কেবল সাকিব আল হাসানের।
সাকিব ২০১১ ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে মিরপুরে ৫৫ রানের ইনিংস খেলেছিলেন। এ ছাড়া সর্বশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশের অধিনায়কত্ব করেছেন সাকিব। যেখানে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৮২ রান করেন। ওয়ানডেতে আইসিসির কোনো বৈশ্বিক প্রতিযোগিতায় এটি বাংলাদেশি অধিনায়কের সর্বোচ্চ রানের ইনিংস। এক্ষেত্রে শান্ত আজ ৭৭ রান করে তালিকার দুইয়ে আছেন।
ব্যাটিং পারফরম্যান্স নিয়ে যতই সমালোচনা হোক ২০২২ সাল থেকে এখন পর্যন্ত ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানের তালিকায় সবার উপরে শান্ত। ৪০ ইনিংসে তার রান ১৪৪০।