আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো দলের সর্বনিম্ন স্কোর ৬৫। ২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এ লজ্জার রেকর্ড গড়েছিল যুক্তরাষ্ট্র। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের এর আগে সর্বনিম্ন স্কোর ছিল ৭৭। আজ দুবাইয়ে ভারতের বিপক্ষে সেই দিনকেই মনে করাচ্ছিলেন বাংলাদেশের ব্যাটাররা।
৩৫ রান তুলতেই বাংলাদেশ হারিয়েছিল ৫ উইকেট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বনিম্ন রানের রেকর্ড হবে কিনা তা নিয়ে জেগেছিল সংশয়। তবে তা হতে দেননি তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ষষ্ঠ উইকেটে তাদের রেকর্ড জুটিতে দারুণভারে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা।
জাকের-হৃদয়ের জুটি তুলেছে ১৫৪ রান। যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ।
তাদের ব্যাটেই সম্মানও বেঁচেছে বাংলাদেশের। এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশ তুলেছে ৪৩ ওভারে ৬ উইকেটে ১৮৯ রান। হৃদয় ৮৪ রানে নটআউট।
দুপুরে টস ভাগ্য নিজেদের পক্ষে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর শুরু করে বাংলাদেশ। ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।