হৃদয়-জাকেরের জুটিতে তিন অঙ্ক ছুঁয়েছে বাংলাদেশ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2025-02-20 17:04:30

প্রথম পাওয়ারপ্লেতেই নেই ৫ উইকেট! দলের প্রথম ৫ ব্যাটারের তিনজনই ফিরেছেন কোনো রান না করেই। তবুও জাকের আলী অনিক ও তাওহীদ হৃদয়ের ব্যাটে করে সম্মানজনক পুঁজি সংগ্রহের লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ২৮.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০১ রান । হৃদয় ও জাকের দুজনই অপরাজিত আছেন ব্যক্তিগত ৩৩ রানে।
তবে এতক্ষণে জাকের ও হৃদয় দুজনই সাজঘরে ফিরতে পারতেন। তবে রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়ার সহজ ক্যাচ মিসে সুযোগ পেয়েছেন দুজনই।

এর আগে টস ভাগ্য নিজেদের পক্ষে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর ‍শুরু করছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ একাদশে নেই পেস সেনসেশন নাহিদ রানা। পেস আক্রমণে তাসকিন আহমেদের সঙ্গে মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। বাদ পড়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ।

এ সম্পর্কিত আরও খবর