বাংলাদেশের বিপক্ষে একাদশে পরিবর্তন আনল ভারত

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2025-02-20 11:58:05

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। তবে বড় পরিবর্তন নিয়ে মাঠে নামছে গৌতম গম্ভীরের শিষ্যরা। চূড়ান্ত একাদশে অভিজ্ঞ স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে বাদ দিয়ে ওয়াশিংটন সুন্দরকে মাঠে নামাতে চান কোচ গম্ভীর।

ভারতীয় ক্রিকেটে কয়েকদিন ধারে গুঞ্জন ছিল রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবের ত্রিমুখী আক্রমণ নিয়ে মাঠে নামবে ভারত। তবে ম্যাচের ঠিক আগ মুহূর্তে গম্ভীর সেখানে পরিবর্তন আনছেন বলে দাবি করছে ভারতীয় গণমাধ্যমগুলো। সেখানে দাবি করা হয়েছে রবীন্দ্র জাদেজার পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকে বাংলাদেশের বিপক্ষে নামাতে চান কোচ গম্ভীর। সেক্ষেত্রে জাদেজা বা অক্ষর প্যাটেলের মধ্যে কোনো একজনকে একাদশে নাও দেখা যেতে পারে।

জাদেজার বাদ পড়ার গুঞ্জন মূলত শুরু হয় স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠান থেকে। সেখানে ভারতের অনুশীলনের ফুটেজ দেখানোর সময়ে দেখা যায়, জাদেজার সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ করেছিলেন কোচ গম্ভীর। এরপরেই তাকে আলিঙ্গন করেন। সেসময় টিভিতে প্রাক্তন ভারতীয় ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের কাছে প্রশ্ন করা হয়, এর মানে কি জাদেজা বাদ পড়ছেন শুরুর একাদশ থেকে? উত্তরে বাঙ্গার জানান, ‘অনুশীলনের সময়ে কোচদের এমন অঙ্গভঙ্গি বা আলিঙ্গন সাধারণত বাদ পড়ারই ইঙ্গিত দেয়।’

এদিকে স্কোয়াডে পরিবর্তন আনার প্রশ্নে ভারতের অধিনায়ক রোহিত বললেন, 'যখন বিপক্ষ দল তিনজন পেস বোলিং অলরাউন্ডার নিয়ে মাঠে নামে, তখন তো কোনো কথা হয় না। তখন তো কেউ বলে না যে ওরা ৬ পেসার নিয়ে খেলতে নেমেছে। আমাদের দলে ২ স্পিনার এবং ৩ অলরাউন্ডার রয়েছে। আমি ব্যাপারটা একেবারেই ৫ স্পিনার হিসেবে দেখছি না।'

এ সম্পর্কিত আরও খবর