জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা এবং শহীদ পরিবারদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (৯ মার্চ) রাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক পেইজে এই তথ্য জানিয়ে একটি পোস্ট করেছেন।
সোমবার (১০ মার্চ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।
ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লিখেন, সোমবার (১০ মার্চ) জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা এবং শহীদ পরিবারদেরকে নিয়ে একটি ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের একান্ত উপস্থিতি কামনা করছি।
প্রতি শহীদ পরিবার থেকে সর্বোচ্চ দুজন এবং একজন আহত যোদ্ধা তার সাথে পরিবারের আরেকজন সদস্য নিয়ে আসতে পারবেন বলে জানিয়েছেন তিনি।।
এছাড়া, আয়োজনে শৃঙ্খলার স্বার্থে সবাইকে অবশ্যই এমআইএস কার্ডের কপি নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।