করোনাভাইরাস উদ্ভূত জাতীয় সংকট মোকাবিলায় অবাধ তথ্য প্রবাহের গুরুত্ব বিবেচনায় নিয়ে ‘বিশেষ অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২০’ দেবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
গত ৮ মার্চ থেকে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালে প্রকাশিত বা প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদনগুলোর মধ্য থেকে জাতীয়, আঞ্চলিক ও টেলিভিশন— এই তিন বিভাগে পুরস্কার দেবে সংস্থাটি।
রোববার (১৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোভিড-১৯ সংশ্লিষ্ট অনুসন্ধানী প্রতিবেদন আহ্বান করেছে টিআইবি।
প্রাপ্ত প্রতিবেদনসমূহ প্রাতিষ্ঠানিক, পদ্ধতিগত, ক্ষমতার অপব্যবহার ও যোগসাজশের দুর্নীতি উন্মোচনে সাফল্য ও প্রতিবেদন প্রকাশের প্রভাবের মাপকাঠিতে
মূল্যায়িত হবে।
স্থানীয় পর্যায়ে ত্রাণ কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির পাশাপাশি উচ্চতর পর্যায়ে বিভিন্নপ্রকার ক্রয় ও বিতরণ প্রক্রিয়াসহ সার্বিকভাবে করোনা সংকট
মোকাবিলায় স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি ও দুর্নীতি বিষয়ক প্রতিবেদন এই প্রতিযোগিতায় বিবেচিত হবে।
এক্ষেত্রে প্রকাশিত প্রতিবেদন ও তথ্যের বিষয়,
গুরুত্ব, গভীরতা ও নির্ভরযোগ্যতা, পরিবেশনের ধরন ও মান এবং করোনাকালীন সময়ে প্রতিবেদন তৈরিতে ঝুঁকির বিষয়গুলো বিবেচিত হবে।
টিআইবি ট্রাস্টি বোর্ড কর্তৃক মনোনীত টিআইবির সাথে সরাসরি সম্পৃক্ত নন, এমন বিশেষজ্ঞ সমন্বয়ে গঠিত বিচারকমণ্ডলী প্রতিবেদনগুলো মূল্যায়ন করবে এবং এ ব্যাপারে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
প্রত্যেক বিচারক কর্তৃক পৃথকভাবে প্রতিটি প্রতিবেদন যাচাইয়ের পর সর্বোচ্চ গড় নম্বরের ভিত্তিতে বিচারকমণ্ডলীর সভায় চূড়ান্ত বিজয়ী নির্ধারিত হবে।
১৯৯৯ সাল থেকে বাৎসরিকভিত্তিতে দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার দিয়ে আসছে টিআইবি।