গত ২৪ ঘণ্টায় সাভারে শিল্প পুলিশের ৭ সদস্যসহ নতুন করে ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সাভারে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬০ জনে।
রোববার (১৭ মে) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুল হুদা মিঠু।
তিনি বলেন, গতকাল ৭০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তাদের মধ্যে ১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৭ জন শিল্প পুলিশের সদস্য বলে জানা গেছে। এ নিয়ে সাভারে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৬০ জনে।
সাভারে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৩ জন। আর ১৭ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।
অন্যদিকে ধামরাইয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের নমুনা সংগ্রহ করে পাঠালে তাদের মধ্যে দুই জনের করোনা পরীক্ষার ফল পজেটিভ এসেছে।