পঞ্চগড়ে এক নারীসহ আরও ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৯ জনে।
তেঁতুলিয়া ও দেবীগঞ্জ উপজেলা প্রশাসন নতুন শনাক্ত হওয়া চারজনের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করেছে।
পঞ্চগড় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান শুক্রবার (১৫ মে) রাতে নতুন আক্রান্ত ৪ জনের খবর নিশ্চিত করেন।
জানা গেছে, শনাক্ত হওয়া নারীসহ ৩ জনের বাড়ি দেবীগঞ্জ উপজেলায়, অপর জনের বাড়ি তেঁতুলিয়া উপজেলায়। আক্রান্ত সবাই সম্প্রতি ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, করোনা শনাক্ত ওই ৪ জন ঢাকা থেকে নিজ গ্রামের বাড়ি ফিরলে তাদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে রেখে গত ১৩ মে তাদের নমুনা সংগ্রহ করা হয়। আজ তাদের করোনা নমুনার রিপোর্ট পজেটিভ আসে।