নেত্রকেনায় শিশুসহ নতুন আক্রান্ত ২

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা | 2023-08-26 14:43:54

নেত্রকোনায় ছয় বছর বয়সী এক শিশুসহ নতুন করে আরও দুজন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নেত্রকোনার ১১৮টি নমুনা পরীক্ষা করে দুজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৬ জনে।

করোনা শনাক্ত শিশুটি জেলার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা। আক্রান্ত অপরজন একই উপজেলার ৪০ বছর বয়সী পুরুষ।

নেত্রকোনার সিভিল সার্জন তাজুল ইসলাম খানের বলেন, ১৫ মে পর্যন্ত পরীক্ষাগারে প্রেরিত নমুনার সংখ্যা ২ হাজার ১২৫টি। এর মধ্যে ১ হাজার ৭৫০টি নমুনার রির্পোট পাওয়া গেছে। জমা রয়েছে ৩৭৫টি নমুনা।

তিনি আরো বলেন, এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৭ জন এবং মারা গেছেন ২ জন।

এ সম্পর্কিত আরও খবর