স্লাব ভাঙাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঝিনাইদহ |

বাথরুমের স্লাব ভাঙাকে কেন্দ্র করে ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুড়াপাড়া বাজারে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন বিশ্বনাথপুর গ্রামের আলী হোসেন ওরফে হযরত আলী, জাহিদ হাসান অপু, সুজন, রাজু, মসিয়ার রহমান, নরুন্নবী, আলাউদ্দীন, সাজু ও নয়ন। সংঘর্ষে আহত সকলকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আলী হোসেন ওরফে হযরত আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনার প্রত্যক্ষদর্শী সমিদুল মন্ডল জানান, গত তিন দিন আগে ভাটপাড়া গ্রামের আনিচুর রহমানের টয়লেটের স্লাব পাশে বিশ্বনাথপুর গ্রামের রাজুর নসিমন গাড়ির ধাক্কায় ভেঙ্গে যায়। ওই ঘটনায় গাড়ির চালক রাজুকে বেধড়ক মারধর করা হয়। পরে আহত রাজুকে এলাকাবাসী উদ্ধার করতে এগিয়ে গেলে তাদেরও ব্যাপক মারধর করে ভাটপাড়া গ্রামের আনিচুর ও তার সহযোগীরা।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসার জন্য পুড়াপাড়া বাজারে বৃহস্পতিবার সন্ধ্যায় সালিশ বৈঠকে বসে। সালিশ শুরুর এক পর্যায়ে সেখানে প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন গুরুতর আহত হন।

মান্দারবাড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদ জানান, অতর্কিত হামলায় মহিলাসহ প্রায় ২০ জন আহত হন। আনিচুর সহ উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন।

এ বিষয়ে মহেশপুর থানার ডিউটি অফিসার এএসআই শরিফুল ইসলাম জানান, পায়খানার স্লাব ভাঙ্গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আহতদের মধ্যে দুইজন মহেশপুর ও ৮ জন যশোর হাসপাতালে ভর্তি হয়েছে।

মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা বলেন, তুচ্ছ ঘটনার জেরে নসিমন চালকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। উভয়পক্ষ অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

এ সম্পর্কিত আরও খবর