রমজান এলেই বাংলাদেশের বাজারে পণ্যের দাম বাড়ানোর প্রবণতা দেখা যায়। খাবার থেকে শুরু করে পরিবহন খাতেও ভাড়া বাড়ানোর অভিযোগ নতুন নয়। তবে এর ব্যতিক্রম ঘটিয়েছে চট্টগ্রামের শীতাতপ নিয়ন্ত্রিত বাস সার্ভিস চট্টলা চাকা এক্সপ্রেস। অন্যরা যেখানে সুযোগ বুঝে দাম বাড়ায়, সেখানে এই পরিবহন সংস্থা রমজান উপলক্ষে ভাড়া কমানোর উদ্যোগ নিয়েছে।
পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, রমজানে বিভিন্ন দূরত্বে ১০-২০ টাকা পর্যন্ত ভাড়া ছাড় দিচ্ছে চট্টলা চাকা এক্সপ্রেস। সর্বনিম্ন ভাড়া ২০ টাকা অপরিবর্তিত রাখলেও ৩০ টাকার ভাড়া ২০ টাকা, ৪০ টাকার ভাড়া ৩০ টাকা, ৫০ টাকার ভাড়া ৪০ টাকা, ৬০ টাকার ভাড়া ৫০ টাকা, ৭০ টাকার ভাড়া ৬০ টাকা, ৮০ টাকার ভাড়া ৭০ টাকা, ৯০ টাকার ভাড়া ৮০ টাকা এবং ১০০ টাকার ভাড়াও ৮০ টাকা করা হয়েছে।
শহররের মুরাদপুর এলাকায় চট্টলা চাকা এক্সপ্রেসের ইউসুফ রায়হান বলেন, রমজানে যেখানে সবকিছুর দাম বাড়ে, সেখানে চট্টলা চাকার ভাড়া কমানোর সিদ্ধান্ত সত্যিই প্রশংসনীয়। একই মত প্রকাশ করেন যাত্রী সাদিয়া রহমান। তিনি বলেন, এটি আমাদের জন্য বড় স্বস্তির বিষয়। নিয়মিত যাতায়াত করা মানুষদের জন্য এটি বাস্তবসম্মত একটি উদ্যোগ।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী মনে করেন, এটি পরিবহন খাতের জন্য ইতিবাচক দৃষ্টান্ত। যেখানে বেশিরভাগ পরিবহন কোম্পানি রমজান ও ঈদের সময় ভাড়া বাড়িয়ে দেয়, সেখানে চট্টলা চাকা ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে, যা অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে।
চট্টলা চাকা এক্সপ্রেসের মহাব্যবস্থাপক মহিউদ্দিন শাকিল বলেন, বিশ্বের অনেক দেশে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যে ছাড় দেয়া হয়। আমরা যেহেতু যাত্রীবান্ধব সেবা দিতে চাই, তাই পবিত্র রমজানে মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
২০২২ সালের মে মাসে আন্তঃজেলা পরিবহন হিসেবে যাত্রা শুরু করা চট্টলা চাকা এক্সপ্রেস ২০২৪ সালের জুলাই থেকে নগরীতেও তাদের সেবা চালু করে। বর্তমানে নগরীর কাপ্তাই রাস্তার মাথা থেকে কাঠগড় পর্যন্ত রুটে এই শীতাতপ নিয়ন্ত্রিত বাস চলাচল করছে। যাত্রীসেবার মান ধরে রাখতে ১৬টি কাউন্টারের মাধ্যমে টিকেট ব্যবস্থা চালু রেখেছে পরিবহন সংস্থাটি।
রমজানে জনসাধারণের ওপর বাড়তি চাপ না বাড়িয়ে সেবামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাওয়ার জন্য চট্টলা চাকা এক্সপ্রেসের এ উদ্যোগ প্রশংসিত হচ্ছে। এ ধরনের উদ্যোগ পরিবহন খাতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।