বাংলাদেশিদের জন্য সৌদি কর্তৃপক্ষ ওমরা ভিসা বন্ধ করেনি বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে সচিবায়লয়ে ব্রিফিংয়ে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এমনটাই জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
এসময় আ ফ ম খালিদ হোসেন জানান, ওমরায় যাওয়ার জন্য যারা বিমানের টিকিট কাটার পরও যেতে চান না, নিয়ম অনুযায়ী তাদের টাকা ফেরত দেবে বাংলাদেশ বিমান। আর সৌদি এয়ারলাইন্স জানিয়েছে যারা রমজান মাসে যেতে ইচ্ছুক ভিসা পাননি তারা আগামীতে জুলাইতে যেতে পারবেন।
ব্রিফিংয়ে আরও বলেন, ভিসার ক্ষেত্রে সৌদি দূতাবাস কোনো অনিয়ম করছে না। এবার ওমরার জন্য যতো সংখ্যক ওমরা যাত্রী সৌদিতে গেছেন তা অনেক বেশি, এজন্য তারা ভিসা নিয়ন্ত্রণ করছে।
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা প্রধান তুলসী গাবার্ডের এই মন্তব্য ধর্ম উপদেষ্টার নজরে আনা হলে তিনি বলেন, তারা যেভাবে দাবি করছে, তা ঠিক নয়। তবে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।