গাজীপুরে একাধিক দাবি ও কারখানার বন্ধের প্রতিবাদে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছে পোশাক শ্রমিকরা। এতে শিল্প অধ্যুষিত এ জেলার দুই ব্যস্ততম মহাসড়ক বিকল হয়ে পড়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দপুর, টঙ্গী ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় আন্দোলনের ডাক দেন শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা প্রথমে কারখানার সামনে অবস্থান নেয়। পরে তারা মহাসড়ক অবরোধ করেন।
এর আগে গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার টঙ্গী ও মৌচাক এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে শিল্পাঞ্চলে অস্থিরতা বন্ধে ১০ কারখানা ছুটি ঘোষণা করেন কর্তৃপক্ষ। এতে শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে যায়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, সকাল থেকে গাজীপুরের বিভিন্ন স্থানে শ্রমিকরা অবস্থান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছে।