ফেনীতে জেলাপ্রশাসন ও ট্রাফিক বিভাগের সাথে সমন্বয় করে যানজট নিরসনে দায়িত্ব পালনকালে নিরাপদ সড়ক আন্দোলনের সদস্যদের ওপর হামলা করেছে সিএনজি-অটোরিকশা চালকরা।
বুধবার (৫ মার্চ) দুপুরে শহরের ট্রাংক রোডে খেজুর চত্ত্বরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রমজানে সড়কে অবৈধ যানচলাচল বন্ধ ও যানজট নিরসনে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন নিরাপদ সড়ক আন্দোলনের সদস্যরা। তার ধারাবাহিকতায় দুপুরে শহরের ট্রাংক রোডে শহীদ মিনার সংলগ্নে অবৈধ সিএনজি অটোরিকশা আটক করছিলেন তারা। একপর্যায়ে কয়েকজন সিএনজি চালক ও মালিক ক্ষুব্ধ হয়ে তাদের ওপর হামলা করেন।
এ ঘটনার প্রতিবাদে জেলা নিরাপদ সড়ক আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল করা হয়েছে। এদিন সন্ধ্যায় বাংলাদেশ নিরাপদ সড়ক আন্দোলনের দফতর সম্পাদক শরিফুল ইসলাম আবু সাঈদ স্বাক্ষরিত এক বিবৃতিতে হামলার নিন্দা ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে।
নিরাপদ সড়ক আন্দোলন ফেনী জেলা সভাপতি জিয়া উদ্দিন বলেন, আমরা সড়কে দায়িত্ব পালন করতে গিয়ে তাদের রোষানলে পড়েছি। এটি পরিকল্পিত হামলা ছিল। প্রশাসনকে সহযোগিতা করতে এসে এমন কিছুর শিকার হওয়া কখনো কাম্য নয়। হামলায় নিরাপদ সড়ক আন্দোলনের রকি, সুরাইম, শরীফ, পারভেজ ভূঁইয়া, তরিকুল ইসলাম রিফাত, মুগ্ধ, ফারাবীসহ অন্তত নয়জন আহত হয়েছেন।
ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।