শ্রীমঙ্গলে শ্রমিকদের বহনকারী পিকআপভ্যান উল্টে দুই চা শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৭ জন।
সেমবার (৩ মার্চ) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চা-বাগান ফ্যাক্টরি এলাকায় ঢাকা-সিলেট সড়কে এ দুর্ঘটনা হয়। নিহতরা হলেন, আমড়াইলছড়া চা বাগানের রাম রবিদাসের ছেলে হৃদয় রবিদাস (১৯) ও কাজল দাসের ছেলে বিলাস দাস (১৭)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চা শ্রমিকদের বহনকারী একটি পিকআপ দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গুরুতর আহত অবস্থায় শ্রমিকদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ১৫-২০ জন শ্রমিকবাহী পিকআপভ্যানের চাকা চলন্ত অবস্থায় পাংচার হয়ে গেলে গাড়িটি উল্টে যায়৷ এসময় শ্রমিকরা প্রাণে বাঁচতে গাড়ি থেকে রাস্তায় লাফ দেয়। অনেকে গাড়ির নিচে চাপা পড়ে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে, আহতদের চিকিৎসা চলছে।