মাদারীপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।
সোমবার (৩ মার্চ) বেলা ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মরিয়ম বেগম বাজিতপুরের আজিজুল সরদাররের স্ত্রী।
মোস্তফাপুর হাইওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান জানান, টেকেরহাট থেকে একটি যাত্রীবাহী বাস মাদারীপুরে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণে হারিয়ে খাদে পড়ে যায়৷ ঘটনাস্থলে মারা যায় এক নারী। এসময় আহত হয় অন্তত ১৫ জন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশের পাশাপাশি উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। আহতদের ভতি করা হয় জেলা সদর হাসপাতালে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হলে হাইওয়ে পুলিশ ৩০ মিনিট পর স্বাভাবিক করে।