চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার জেল রোড এলাকায় ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। এঘটনায় উত্তেজিত জনতা ছিনতাইকারীকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। বর্তমানে ওই ছিনতাইকারী চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাহ আমানত মাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। তবে নিহত যুবক ও আটক ছিনতাইকারীর নাম-পরিচয় এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, লালদিঘী মোড় থেকে ছিনতাইকারীকে ধাওয়া করছিলেন স্থানীয়রা। একপর্যায়ে এক যুবক তাকে সামনে থেকে আটকাতে গেলে ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে ওই যুবকের মৃত্যু হয়। পরে উত্তেজিত জনতা ছিনতাইকারীকে ধরে মারধর করে এবং পুলিশ এসে তাকে উদ্ধার করে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে।
কোতোয়ালি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিয়াউর রহমান বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে খবর পাই, ছিনতাইকারীকে ধরার সময় এক যুবক ছুরিকাহত হয়েছেন। ঘটনাস্থলে গিয়ে দেখি, ছিনতাইকারী গণধোলাইয়ের শিকার হয়েছে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করি। তার কাছে থেকে একটি ছুরি উদ্ধার হয়েছে। চিকিৎসক পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।’
তিনি আরও জানান, আটক যুবক পেশাদার ছিনতাইকারী বলে ধারণা করা হচ্ছে। নিহত যুবকের পরিচয় এখনো জানা যায়নি। তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।