রাজশাহীর পবা উপজেলার বড়ইকুড়ি গ্রামে বারনই নদীর ধারে আলতাফ হোসেন (৪৫) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত আলতাফ উপজেলার বাগসারা নওদাপাড়ার মনসুর আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে নদীর ধারে মরদেহটি পড়ে থাকার খবর পাওয়া যায়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।