জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ইতিমধ্যে ১২ থেকে ১৫ লাখ মানুষের সমাগম উপলক্ষে আয়োজন সম্পন্ন করেছে মাহফিল কমিটি।
শনিবার (২২ ফেব্রুয়ারি) জোহরের পর চাঁপাইনবাবগঞ্জ শহরের মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ড-সংলগ্ন মাঠে জাবালুন নুর ফাউন্ডেশন আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
সরেজমিনে মাহফিল এলাকায় গিয়ে দেখা যায়, মাহফিল মাঠগুলো চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক-সংলগ্ন। তাই অতিরিক্ত যানজট এড়াতে মাহফিলের মাঠ থেকে প্রায় ৪ কিলোমিটার পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রেখেছে মাহফিল কমিটি। এর ফলে চাঁপাইনবাবগঞ্জ শহরের মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ড এলাকা থেকে মাহফিল মাঠ ও শিবগঞ্জ উপজেলার রাণিহাটি বাজার থেকে মাহফিল মাঠ পর্যন্ত হেঁটে আসছেন সাধারণ জনগণ।
ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের আনোয়ার হোসেন, রাণিহাটি বাজার থেকে পায়ে হেঁটে এসেছেন। যানজট নিরসনের জন্য এই মাহফিল কমিটি উদ্যোগ নিয়েছে। কষ্ট হলেও ভালো লাগছে। আজকে ঈদের মতো আনন্দ লাগছে।
শিবগঞ্জ উপজেলা কানসাট ইউনিয়নের বাসিন্দা আবুল কালাম আজাদ, আজাহারী হুজুরের মাহফিল দেখতে এসেছি। তাকে আজকে কাছ থেকে দেখতে পেলে ভালো লাগবে।
আয়োজক কমিটির অন্যতম সদস্য হাফেজ গোলাম রাব্বানী বলেন, মাহফিলটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। এতে জনসাধারণের অল্প কষ্ট হলেও আমরা মাহফিলটি ভালোভাবে সম্পন্ন করতে পারবো। তাই মাহফিল সুন্দরভাবে বাস্তবায়ন ও শেষ করার জন্য ধর্মপ্রাণ মুসলমান আমাদের এই উদ্যোগটিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সদর ট্রাফিক শাখা (টিআই-১) মো. আজিজ ফেরদৌস বলেন, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে অতিরিক্ত যানজট এড়াতে এবং মাহফিলটিকে সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। এ ছাড়া সড়কের শৃঙ্খলা ফেরাতে আমাদের পুলিশের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
প্রসঙ্গত, জাবালুন নূর ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ এই ঐতিহাসিক মাহফিলের আয়োজন করছে। এ মাহফিলে সভাপতিত্ব করবেন জাবালুন নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল