ভালুকায় আগুনে পুড়ল ১৮ বসতঘর

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2025-02-22 09:54:13

ময়মনসিংহের ভালুকার আগুনে পুড়ে গেছে ১৮টি বসত ঘর। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সিডস্টোর উত্তর বাজারের এই দুর্ঘটনা ঘটে।

ভালুকা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় সূত্র জানা যায়, উপজেলার সিডস্টোর উত্তর বাজারের বাসিন্দা মহর আলী ও আক্কাছ আলীর ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় লোকজন খোঁজ পেয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করে ও ফায়ার সার্ভিসকে খবর দেয় । খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এসময় পাশাপাশি থাকা ১৮টি ঘর আগুনে পুড়ে যায়।

ভালুকা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে । অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত বলা যাবে।

এ সম্পর্কিত আরও খবর