কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2025-02-22 03:02:39

প্রায় এক ঘণ্টা চেষ্টার পর রাজধানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। শুক্রবার রাত ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে ।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগে করাইল বস্তিতে। রাকিবুল হাসান জানিয়েছেন তাদের কাছে আগুনের সংবাদ এসেছে রাত ১২ টা ৪৪ মিনিটের দিকে।

আগুন নেভাতে সেখানে ৮টি ইউনিটকে পাঠায় ফায়ার সার্ভিস। কী কারণে এবং কোথা থেকে আগুনের সূত্রপাত, তা এখনও জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদও এখন পর্যন্ত পাওয়া যায়নি।

এ সম্পর্কিত আরও খবর