কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-02-22 01:39:50

রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮ ইউনিট কাজ করছে। পথে আরও দুটি ইউনিট আগুন নেভাতে যাচ্ছে বলেও জানা গেছে। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রাজধানীর কড়াইল বস্তির একটি দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

শুক্রবার দিবাগত রাত ১২টা ৪৬ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও খবর