ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ককটেলসহ গ্রেফতার ৫

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-02-21 19:30:08

রাজধানীর পল্লবী এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ককটেলসহ পেশাদার ডাকাত দলের পাঁচ সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্র ও ককটেলসহ গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এদিন দিবাগত রাত ১টা ১৫ মিনিট নাগাদ পল্লবী থানাধীন সেকশন-১২, ব্লক-ই, রোড-৫ এর শহিদ জিয়া কলেজের উত্তর পাশের রাস্তায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মো. সোহেল হাওলাদার (২৯), মো. রাজা (৩২), মো. শাহাদাৎ হোসেন (৩৬), মো. আব্দুল মান্নান (২৯) ও মো. সুজন (৩০)।

এ সময় তাদের হেফাজত থেকে একটি ছুরি, একটি রামদা ও চারটি ককটেল উদ্ধার করা হয়।

পল্লবী থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গতকাল শুক্রবার রাতে পল্লবী থানাধীন সেকশন-১২, ব্লক-ই, রোড-৫ এর শহিদ জিয়া কলেজের উত্তর পাশে সাগর জেনারেল স্টোর এর সামনের রাস্তায় কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতি করার প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সাথে থাকা ৩/৪ জন দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় পল্লবী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করার উদ্দেশে তারা দেশিয় অস্ত্র ও ককটেলসহ উল্লিখিত স্থানে একত্রিত হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর