দেশে দেশে রমজান পালনের ছবি

রামাদ্বান কারীম, ইসলাম

ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম | 2025-03-03 17:08:06

সৌদি আরবসহ বিশ্বের অন্যান্য মুসলিম দেশে রমজান শুরু হয়েছে। বিশ্বজুড়ে ১.৮ বিলিয়নেরও বেশি মুসলিম পবিত্র রমজান মাসের জন্য রোজা শুরু করেছেন। সময়ের তারতম্য ও আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় ১৩ থেকে ১৯ ঘণ্টা পর্যন্ত মুসলমানরা রোজা পালন করছেন।

সৌদি আরব, আলজেরিয়া, মিসর, জর্ডান, লিবিয়া, সুদান এবং তিউনিসিয়ায় শনিবার রোজা শুরু হয়েছে। পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি অঞ্চল গাজা এবং অধিকৃত পশ্চিম তীরেও। লেবাননের সুন্নি মুসলমানরাও শনিবার রোজা শুরু করেছে।

ইরানে রোজা হয়েছে রোববার। মরক্কোও রোববার থেকে রোজা পালন শুরু করেছে। পাকিস্তান, বাংলাদেশ এবং ভারতেও রোববার রোজা শুরু হয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, ইন্দোনেশিয়ায় শনিবার থেকে রমজান শুরু হয়েছে। তবে মালয়েশিয়া, ব্রুনাই এবং ফিলিপাইনের মতো প্রতিবেশী দেশগুলোতে অবশ্য রোববার থেকে রমজান মাস শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে রোজা পালন হচ্ছে, তার কিছু ছবি-

দক্ষিণ গাজার খান ইউনিসে ধ্বংস্তুপের মাঝেও রমজানের সাজসজ্জা করেছে ফিলিস্তিনের মুসলমানরা।
আল-আকসা মসজিদে প্রথম তারাবির নামাজ আদায় করছেন গাজার বাসিন্দারা।
বিশ্বের সবচেয়ে বেশি মুসলমানের দেশ ইন্দোনেশিয়ার ইশতিকলাল মসজিদের তারাবিতে নারীদের অংশগ্রহণ।
কায়রোর আল-আজহার মসজিদে তারাবি আদায় করছেন মুসল্লিরা।
লন্ডনের ইসলামিক কালচারাল সোসাইটির একটি মসজিদে নারীরা নামাজ পড়ছেন।
বিশবেকের একটি মসজিদে নামাজরত কিরগিজস্তানের মুসল্লিরা।
ইস্তান্বুলের হাজিয়া সোফিয়া মসজিদে নামাজের জামাতে হাজারও মুসল্লি।
থাইল্যান্ডের এক মসজিদে নামাজ পড়ছেন নারীরা।
বাগদাদের আবু হানিফা মসজিদে তারাবির পূর্বে পবিত্র কোরআন তেলাওয়াত করছেন একজন বৃদ্ধ।

এ সম্পর্কিত আরও খবর