পর পর দেশের অন্যতম বড় দুই নারী তারকার ঠোঁটে কণ্ঠ ছিলেন সুরেলা কণ্ঠের জনপ্রিয় শিল্পী বাঁধন সরকার পূজা।
গেলো ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া মেহজাবীন চৌধুরীর ‘নীল সুখ’ ওয়েব ফিল্মে পূজা গেয়েছেন ‘বৈরী বাতাস’ শিরোনামের একটি গান। এবার গাইলেন আরেক আলোচিত চিত্রনায়িকা পরীমণির জন্য। তবে এটি কোন সিনেমার গান নয়। পরীমণির নতুন বিজ্ঞাপনের জিঙ্গেল গেয়েছেন পূজা।
এই কাজটি নিয়ে পূজা বলেন, ‘রোজ শাওয়ার জেল-এর নতুন বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেল এটি। বন্ধু মার্সেল মিউজিক করেছে আর বিজ্ঞাপনচিত্রটিতে দেখা যাবে আমার খুব পছন্দের একজন অভিনেত্রী পরীমণিকে। খুব শীঘ্রই এটি প্রচার শুরু হবে।’
এদিকে ‘বৈরী বাতাস’ গানটি মুক্তির পর থেকে এর সুর ও গায়কীর জন্য প্রশংসা কুড়াচ্ছেন লুৎফর হাসান, শাহরিয়ার মার্সেল ও বাঁধন সরকার পূজা। লুৎফর হাসানের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন মার্সেল। আর তাতে জনপ্রিয় সঙ্গীতশিল্পী পূজার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন শাহরিয়ার মার্সেল।
গানটি নিয়ে পূজা বার্তা২৪.কমকে বলেন, ‘‘মানুষের মাঝে দেরীতে এলেও গানটির রেসপন্স আমাকে মুগ্ধ করেছে। ভালো গান হলে দর্শক-শ্রোতার কাছে পৌঁছবেই, সেটা যতো সময়ই লাগুক না কেন। গানটি গাওয়ার সময়ই মনে হয়েছিলো দর্শকের পছন্দ হবে। মার্সেল সাধারনত সুর আর সঙ্গীত করে, গানে কণ্ঠ দেয় না। কিন্তু এই গানটিতে সে গেয়েছে, এবং এতো চমৎকার গেয়েছে যে গানটি ভিন্ন মাত্রা পেয়েছে।’’
পূজা আরও বলেন, ‘‘আমি ‘নীল সুখ’ দেখেছি বড়পর্দায়। তবে এখন আর সেই সুযোগ নেই। সবাইকে বলবো ভিকি জাহেদের মতো মেধাবী নির্মাতার কাজ, মেহজাবীনের মতো দক্ষ অভিনেত্রীর অভিনয় দেখতে হলেও আপনারা বিঞ্জে গিয়ে ‘নীল সুখ’ দেখুন।’’