দ্বিতীয় সন্তানের নামও চূড়ান্ত আলিয়ার!

বলিউড, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2025-03-07 18:52:24

দেখতে দেখতে আড়াই বছর পার করেছে আলিয়া ভাট-রণবীর কাপুর দম্পতির মেয়ে রাহা কাপুর। প্রায়ই রাহাকে ক্যামেরাবন্দি করেন ফটোগ্রাফাররা। তাদের সঙ্গে ছোট্ট রাহার খুনসুটি মুহূর্তে ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। রাহাকে বড় করার সঙ্গে সঙ্গে দ্বিতীয় সন্তানের পরিকল্পনাও করে রেখেছেন আলিয়া! সম্প্রতি এক পডকাস্টে সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

আলিয়া জানিয়েছেন, এবার ছেলে হলে তার জন্য একটি নামও পছন্দ করেছেন। রাহার জন্মের আগেই দুটি নাম ঠিক করে রাখা হয়েছিল। যদি ছেলে হয়, তাহলে সেই নামই রাখা হবে।

আলিয়া ভাট । ছবি: ফেসবুক

আলিয়া সেই পডকাস্টে বলেন, ‘‘আমরা আমাদের ফ্যামিলি গ্রুপে সন্তানের নামের জন্য পরামর্শ চেয়েছিলাম (রাহার জন্মের আগে)। ছেলে-মেয়ে উভয় নামেরই। তবে আমাদের একটা ছেলের নাম খুব পছন্দ হয়েছিল। আমাদের মনে হয়েছিল, ছেলে হলে এই নামটাই রাখব। এরপরই রণবীরের মা বলেছিলেন, ‘রাহা নামটি কেমন? মেয়ে হলে রাখতে পারবে। এটি ছেলের নামের সঙ্গেও মিলে যাচ্ছে।’ আমি ও রণবীর রাহা নামটিও তৎক্ষণাৎ পছন্দ করেছিলাম।’’

তাই আমাদের কাছে ছেলে ও মেয়ে দুজনের জন্য নাম প্রস্তুত ছিল। আগামী দিনে পুত্র সন্তানের জন্ম দিলে, সেই নামই বেছে নেবেন বলে সাক্ষাৎকারে জানান আলিয়া।

আলিয়া ভাট । ছবি: ফেসবুক

পুত্র সন্তানের জন্ম হলে রণবীর ও আলিয়া কী নাম রাখবেন তা জানতে উৎসুক নেটপাড়া। যদিও সেই নামটি মোটেও ফাঁস করেননি আলিয়া। আপাতত আলিয়া জুটির কাছ থেকে তাদের ‘দ্বিতীয় সন্তান আসার সুখবর’-এর অপেক্ষাতেই সকলে।

প্রসঙ্গত, প্রায় পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর ২০২২ সালের এপ্রিলে বিয়ে করেছিলেন আলিয়া ও রণবীর। সেই বছরেই ৬ নভেম্বর জন্ম নেয় রাহা কাপুর।

আলিয়া ভাট । ছবি: ফেসবুক

এ সম্পর্কিত আরও খবর