বাবা হচ্ছেন পরমব্রত, কবে সন্তান ভূমিষ্ঠ হবে?

টলিউড, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2025-02-15 17:10:50

ভালোবাসা দিবস পেরোতেই খুশির খবর দিলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা-নির্মাতা পরমব্রত চট্টোপাধ্যায় ও তার স্ত্রী পিয়া চক্রবর্তী। শীগগিরই মা-বাবা হচ্ছেন তারা। কলকাতার গণমাধ্যমকে পিয়া জানিয়েছেন, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তিনি। চিকিৎসক জানিয়েছেন, সব ঠিক থাকলে জুন মাসে তারকা দম্পতির সন্তান পৃথিবীর আলো দেখবে।

বেশ কিছুদিন ধরেই পিয়াকে নিয়ে এ রকমই গুঞ্জন শোনা যাচ্ছিল... কথা তুলতেই হেসে ফেলেছেন সমাজকর্মী-গায়িকা। বলেছেন, ‘আমার কানেও এসেছে। শুক্রবার প্রতি দিনের মতোই নানা কাজে ব্যস্ত ছিলাম আমরা। তার পর চিকিৎসকের কাছে যাই। নিয়মিত পরামর্শ নেওয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। বাড়ি ফিরে ঠিক করি, এবার জানানোর সময় এসেছে। তাই আজ সোশ্যাল মিডিয়ায় খুশির খবরটি জানাতে আর দেরী করিনি।’

পরমব্রত চট্টোপাধ্যায় ও তার স্ত্রী পিয়া চক্রবর্তী

পরমব্রত অবশ্য বিষয়টি নিয়ে মুখ খোলেননি। সম্প্রতি মুক্তি পেয়েছে তার পরিচালিত-অভিনীত ছবি ‘এই রাত তোমার আমার’। ছবির প্রচারের পাশাপাশি সমান তালে আগলাচ্ছেন হবু মা-কে, জানিয়েছেন পিয়া। অর্থাৎ, প্রযোজক-পরিচালক-অভিনেতা এখন ঘোরতর সংসারী? প্রশ্ন রাখতেই পিয়ার জবাব, ‘পরম বরাবর খুবই সংসারী। হয়তো ওকে দেখে সেটা বোঝা যেত না। আমি কিন্তু ওকে ও ভাবেই পেয়েছি।’ এখনই কাজের ব্যস্ততা থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন না তিনি। পাশাপাশি, নিজেকে প্রস্তুত করেছেন। পরিচালক স্বামীর পাশাপাশি দেখভাল করছেন পিয়ার মা-ও।

পরমব্রত পরিচালিত-অভিনীত ছবি ‘এই রাত তোমার আমার’-এ আরও রয়েছেন অপর্ণা সেন ও অঞ্জন দত্ত

এ সম্পর্কিত আরও খবর