তরুণ প্রজন্মের মডেল ও অভিনেতা শাহজাদা কবির শুভ ভালোবাসা দিবসের প্রাক্কালেই আসছেন নতুন মিউজিক ভিডিও নিয়ে। ভালোবাসার আবেশে মোড়ানো এই মিউজিক ভিডিওর নাম ‘মনেরই খাতায়’।
আজ রাত ৮টায় নামের ‘আরটিটি প্রোডাকশন’ নামের ইউটিউব চ্যানেলে ভিডিওটি উন্মুক্ত হবে। নিয়মিত নাটক, বিজ্ঞাপনচিত্র, ডকুমেন্টারি এবং মিউজিক ভিডিওতে কাজ করলেও এই কাজটি নিয়ে শুভ দারুণ এক্সাইটেড।
তিনি বার্ত২৪.কমকে বলেন, ‘‘এই কাজটি করার পর যখন প্রথমবার সোশ্যাল মিডিয়ায় সবাইকে জানাই তখন থেকেই আমার ভক্ত অনুরাগীরা অপেক্ষা করছিলেন বলে জানিয়েছেন। তাদের অপেক্ষা আজই শেষ হচ্ছে। ‘মনেরই খাতায়’ মিউজিক ভিডিওটিতে প্রেম, আকাক্সক্ষা এবং অব্যক্ত আবেগের যাত্রা দেখানো হয়েছে। আশা করছি কাজটি সবার ভালোলাগবে। দেখতে হলে আরটিটি মিডিয়া প্রোডাকশনের সাথে থাকুন।’
‘মনেরই খাতায়’ গানটির কথা, সুর, সঙ্গীত করার পাশাপাশি গানটি গেয়েছেন কিবরিয়া কে.বি। গালিব হোসেন বিশালের গল্প ভাবনায় মিউজিক ভিডিও পরিচালনা করেছেন আব্দুল্লাহ মেহেদী। গল্প বিন্যাসে পরিচালক নিজেও হাত লাগিয়েছেন। শুভ’র বিপরীতে মডেল হিসেবে দেখা যাবে তনয়া হোসেনকে।
প্রসঙ্গত, শাহজাদা কবির শুভ বেশ লম্বা সময় ধরে শোবিজ ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। শুধু ক্যামেরার সামনে নন, ক্যামেরার পেছনে নির্মাতা হিসেবেও তিনি বেশকিছু কাজ করেছেন। নিজেকে প্রতিনিয়ত ঝালাই করার জন্য নিয়মিত থিয়েটার চর্চা করছেন। তার সাম্প্রতিক মঞ্চ নাটক ‘কেন্দ্র বরাবর সুড়ঙ্গটির নাম প্রথিবী’। এটি নির্দেশনা দিয়েছেন মঞ্চ নাটকের জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা এষা ইউসূফ। নাটকটি ঢাকা ও দেশের বিভিন্ন জায়গায় দারুণভাবে প্রশংসা কুড়িয়েছে।