ঈদে তিন প্রজন্মের আফজাল-মৌ-সৌম্যকে নিয়ে চয়নিকা

ছোটপর্দা, বিনোদন

মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম | 2025-02-11 19:13:27

ঈদের নাটকের শুটিংয়ের ব্যস্ততা শুরু হয়ে গেছে। এরইমধ্যে জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী শেষ করে ফেলেছেন একটি নাটকের শুটিং। ‘কোনো একদিন’ নামের এই নাটকের চমক হলো- তিনি তিন প্রজন্মের তিন জন জনপ্রিয় অভিনয়শিল্পীকে একসঙ্গে হাজির করতে যাচ্ছেন।

তারা হলেন আফজাল হোসেন, সাদিয়া ইসলাম মৌ এবং সৌম্যজ্যোতি। নাটকের কিছু ছবি পোস্ট করে আজ মঙ্গলবার চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘‘অবশেষে শেষ হলো রঙ্গন মিউজিক প্রযোজিত ফারিয়া হোসেনের লেখা আমার পছন্দের একটি কাজ ‘কোনো একদিন’। আফজাল হোসেন ভাই আর সাদিয়া ইসলাম মৌ আপনারাই আসল নক্ষত্র। অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ। একজন আফজাল হোসেন কত বড় মাপের মানবিক মানুষ! যত কাজ করছি আরো মুগ্ধ হচ্ছি। মৌয়ের কল টাইম মিস হয় না কেন? কী আজব? কল টাইমের আগেই আসতে হবে?’’

‘কোনো একদিন’ নাটকের দৃশ্যে আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ

চয়নিকা আরও লিখেছেন, ‘‘সৌম্য’র সাথে প্রথম কাজ। বাপরে প্রতিদিন সকাল ৮ টায় সেটে হাজির। শেষ দিন এলো ৭টা ৪০ মিনিটে। খুব ভালো লাগলো সোম্য, এত ভালো অভিনয়শিল্পী তুমি! আমি জানি এমন ক্লাসিক চরিত্র তোমার জন্যে এই প্রথম। কিন্ত তুমি অডিয়েন্স কাঁদাবে বলে দিলাম। তবে ১০০% তুমি পরিচালকের শিল্পী। তোমার মা বাবাকে ধন্যবাদ। আরেকজন হচ্ছে তন্নি মাহমিদ তৃণা, খুব চুপচাপ, অন টাইমে সেটে আসা, স্ক্রিপ্ট পড়ে আসা, সিনিয়রদের কথা শোনা, কোন পেইন পাইনি। তুমি চেষ্টা করো অনেক দূর যেতে পারবে। অনেক কৃতজ্ঞতা শাহীন আপু আর জামাল ভাই। তোমাদের সাথে আরো অনেক কাজ করতে চাই। কারণ, তোমরা ভালো ভালো সৃজনশীল কাজ করতে চাও আর সম্মানিত কর একজন পরিচালককে। তোমাদের ইচ্ছাটা পূর্ণ করতে পেরে আমারও ভালো লাগলো। ফারিয়া তুমি থাকাতে চারপাশ আলোকিত ছিল। সব্বাইকে ধন্যবাদ। আসছে ঈদে দেখা হবে।’‘

এ সম্পর্কিত আরও খবর