সবাই ভালোবাসা দিবস পালন করে। কিন্তু ইউটিউব চ্যানেল কে এস এন্টারটেইনমেন্ট এবার ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে ৬টি নাটক নির্মাণ করে পুরো সপ্তাহব্যাপী ভালোবাসাকে উদযাপন করছে। ভালোবাসা, আবেগ ও সম্পর্কের নানা দিক তুলে ধরা হয়েছে সেই নাটকগুলোতে।
এরমধ্যে গত ৬ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ‘দূর থেকে ভালোবাসি’ নাটকটি। এতে অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তটিনী। পরিচালনা করেছেন মজুমদার শিমুল।
৮ ফেব্রুয়ারি প্রচারিত হয়েছে ‘ব্যথার বাগান’, যেখানে অভিনয় করেছেন তৌফিস মাহবুব, আয়শা খান ও কিংকর মাহমুদ। নাটকটি পরিচালনা করেছেন ইফফাত জাহান মম।
৯ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘বসন্তবৌরি’। এতে অভিনয় করেছেন খায়রুল বাশার ও তানজিন তিশা। নাটকটি পরিচালনা করেছেন মিশুক মিঠু।
এছাড়াও এই মাসেই আসছে আরও দুটি বিশেষ নাটক 'কাঠ গোলাপের বিয়ে' এবং ‘কি মায়ায় জড়ালে’!
প্রযোজনা সংস্থাটি জানায়, প্রতি বছরই কে এস এন্টারটেইনমেন্ট দর্শকের জন্য হৃদয় ছোঁয়া নাটক উপহার দিয়ে থাকে। এবারের ভ্যালেন্টাইন আয়োজনও ব্যতিক্রম নয়। নাটকগুলোতে ভালোবাসা, সম্পর্কের জটিলতা ও আবেগের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে, যা দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আশা করি।