ক্যান্সারের কারণে এক বছরের বিরতির পর গত ৩১ জানুয়ারি একটি অনুষ্ঠানে গাইতে মঞ্চে ওঠেন উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমীন। কিন্তু কনসার্ট শেষ করার আগেই তিনি অসুস্থ হয়ে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ফিরেছিলেন বাসায়। তবে আবারও তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
বর্তমানে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। গায়িকার জন্য উৎকণ্ঠায় দিন কাটছে অনুরাগীদের। এবার অবশ্য স্বস্তির খবর, সাবিনার শারীরিক অবস্থা উন্নতির দিকে। আজই তিনি হাসপাতাল ছেড়ে বাড়িতে ফিরতে পারেন।
এ তথ্য জানিয়েছেন সাবিনা ইয়াসমিনের মেয়ে সংগীতশিল্পী ইয়াসমিন ফায়রুজ বাঁধন। তিনি বললেন, ‘আম্মুর অবস্থা এখন ভালো। আজকে তার বাসায় ফেরার কথা রয়েছে। ডাক্তাররা এখন পর্যন্ত ইতিবাচকই বলছেন।’
এদিকে, অসুস্থ হওয়ার পর থেকেই সামাজিকমাধ্যমে সাবিনা ইয়াসমীনকে নিয়ে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়েছে। কেউ কেউ বলছেন, আইসিইউ-তে ভর্তি তিনি! তবে গায়িকার মেয়ে জানালেন, আইসিইউ-তে নয়, আম্মা চিকিৎসাধীন রয়েছেন হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ)।
প্রসঙ্গত, এক বছরেরও বেশি সময় পর ৩১ জানুয়ারি ‘আমাদের সাবিনা ইয়াসমীন: আমি আছি থাকব’ শীর্ষক আয়োজনের মাধ্যমে মঞ্চে ফিরেছিলেন সাবিনা। কিন্ত গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন।
তবে অনেক দিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছেন এই শিল্পী। যে কারণে গান থেকে দূরে ছিলেন। এবার খানিকটা সুস্থ বোধ করায় আবারও স্টেজ শোয়ে ফিরেছিলেন। তবে এই ফেরাটা খুব একটা সুখকর হয়নি।