পডকাস্ট নিয়ে আসছেন কিংবদন্তি আলমগীর

ছোটপর্দা, বিনোদন

মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম | 2025-02-03 14:45:50

শোবিজ অঙ্গনে পা রেখে অনেকেই মেধার গুণে জনপ্রিয়তা পান, তারকা হয়ে ওঠেন। কেউ কেউ বহু বছর ধরে কাজ করতে করতে কিংবদন্তিতেও পরিণত হন। কিন্তু তাদের মধ্যেও কেউ কেউ থাকেন, যারা সিনেমা নিজের জীবনের সমান ভালোবাসেন।

সে কথাটাই প্রায়ই বলে থাকেন ঢাকাই সিনেমার জীবন্ত কিংবদন্তি অভিনেতা আলমগীর। তিনি বলেন, আমি সিনেমা নিয়েই বাঁচি।

নায়ক আলমগীর

সবাই তাকে দেশীয় চলচ্চিত্রের কিংবদন্তী বলেন। তবে আমাদের বাংলা চলচ্চিত্রের এই মহাতারকা নিজেকে একজন অভিনেতাই ভাবেন। তিনি মনে করেন একজন অভিনয়শিল্পী কোনোদিন অবসর নিতে পারেন না। তারা বিরতি নিতে পারেন।

এই অভিনেতা এখন আগের মতো নিয়মিত অভিনয় করেন না। কিন্তু চলচ্চিত্রের ভালো মন্দে পাশে থাকেন। তবে তিনি অভিনয় কিংবা ক্যামেরার সামনে থাকাটা মিস করতে এটা বলাই যায়।

নায়ক আলমগীর

নতুন খবর হলো, এবার নিজের উদ্যোগেই তিনি আসতে চলেছেন ক্যামেরার সামনে। না, নিজেই কোন সিনেমা বানাচ্ছেন না আপাতত। তবে যুগের চাহিদাকে বুঝে বেছে নিয়েছেন অনলাইন প্ল্যাটফর্ম। কারণ, বর্তমান প্রজন্ম অনলাইনের উপরেই নির্ভরশীল। তাইতো তিনি শুরু করছেন নিজের পডকাস্ট ‘আমি আলমগীর’। গতকাল রবিবার রাত আটটায় Eyes On ফেসবুক পেজ ও Eyes On Studio ইউটিউব চ্যানেলে শো'টির টিজার উন্মুক্ত হবে বলে জানা গেছে।

বাংলা চলচ্চিত্রের এই চিরসবুজ তারকা প্রথমবারের মতো একটি পডকাস্ট শোতে আসছেন। ‘আমি আলমগীর’ শীর্ষক এই শোতে নিজের জীবন ও ক্যারিয়ার নিয়ে নানা কথা বলবেন দর্শকদের উদ্দেশ্যে। তবে প্রথমেই তার সিনেমার পরিচালকদের নিয়ে স্মৃতিচারণ করবেন তিনি। এ প্রসংগে আলমগীর বলেন, ‘আমি আপনাদের আলমগীর হতে পেরেছি আমার সিনেমার পরিচালকদের জন্য। তাদের বলা হয় ক্যাপ্টেন অফ দ্য শিপ। তাই প্রথমে আমি ক্যাপ্টেনদের সন্মান জানাতে চাই।’

নায়ক আলমগীর

আগামী ৯ ফেব্রুয়ারি (রবিবার) থেকে রাত আটটায় প্রচার শুরু হবে তার প্রথম পডকাস্ট ‘আমি আলমগীর’।

এ সম্পর্কিত আরও খবর