বিকাশ’র বিভিন্ন সেবা নিয়ে অনলাইন উঠান বৈঠকে অভিনেত্রী মিম

, অর্থনীতি

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2025-02-25 16:06:25

গ্রামীণ জনপদের মানুষকে বিকাশ-এর মাধ্যমে ঘরে বসেই সহজে ও নিরাপদে মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের সঞ্চয় ও ঋণের কিস্তি জমা দেয়া সহ এমএফএস-এর বিভিন্ন সেবা সম্পর্কে ধারণা দিতে এক অনলাইন উঠান বৈঠকে যুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম।

সম্প্রতি কুমিল্লার জগন্নাথপুর ও পাঁচথুবী ইউনিয়নে চালু হওয়া দুই মাস-ব্যাপী ‘বিকাশ ডিজিটাল ইউনিয়ন’ অ্যাক্টিভেশন প্রোগ্রাম এর অংশ হিসেবে এই অনলাইন উঠান বৈঠকে ডিজিটাল লেনদেনের বিষয়ে স্থানীয় মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জনপ্রিয় এই তারকা।

ফেব্রুয়ারির শুরুতে কুমিল্লার দুটি ইউনিয়নে ‘ডিজিটাল ইউনিয়ন’ কার্যক্রম শুরু করে বিকাশ। এই কার্যক্রমের আওতায় বাড়িতে বাড়িতে গিয়ে বৈঠক, মাইকিং, ভিডিও শিক্ষা কার্যক্রম, বাউলগান, বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে কীভাবে সবচেয়ে সহজে, নিরাপদে ডিজিটাল লেনদেন করা যায় সে বিষয়ে সচেতনতা তৈরি করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার জনপ্রিয় তারকা মিম ও স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজন করা হয় ব্যতিক্রমী ও উৎসবমুখর এই অনলাইন উঠান বৈঠকের। বৈঠকের পর বিভিন্ন খেলাধুলায়ও অংশগ্রহণ করেন জগন্নাথপুরবাসী।

সারাদেশের প্রান্তিক মানুষকে ডিজিটাল আর্থিক লেনদেনে অভ্যস্ত করে তাদের প্রতিদিনকার লেনদেনে আরও সক্ষমতা ও স্বাধীনতা বাড়াতে শুরু থেকেই নানা উদ্যোগ নিয়ে আসছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। এরই ধারাবাহিকতায় ডিজিটাল ফিনান্সিয়াল লিটারেসি আরও বাড়াতে ইউনিয়ন ভিত্তিক এই কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। সারাদেশে বছরব্যাপী কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই উদ্যোগ দেশের অন্যান্য অঞ্চলেও সম্প্রসারিত হবে।

এ সম্পর্কিত আরও খবর