ময়মনসিংহে চলছে বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা। নগরীর টাউন হল মাঠে মেলা প্রাঙ্গণে ফুল-ফলের নানান গাছে সবুজের সমারোহ।
বৃক্ষপ্রেমীরা মেলা ঘুরে কিনছেন পছন্দের গাছ যারা ছাদবাগান করেন, তাদেরও আগ্রহের কেন্দ্রবিন্দু এই মেলা। স্টলে স্টলে শোভা পাচ্ছে লেবু, জাম্বুরা, পেয়ারাসহ বাহারি ফলের গাছ তবে ফলজ বৃক্ষের দিকে নজর বেশি ক্রেতাদের।