মেয়ের সঙ্গে প্রথমবার, কাঁদলেন অমিতাভ
-
-
|

অমিতাভকন্যা শ্বেতা নন্দার অভিনয়ে অভিষেক হলো।
প্রথমবার অভিনয়ে এসেই বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনকে সহশিল্পী হিসেবে পেয়েছেন শ্বেতা।
একটি গহনাপ্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে একসঙ্গে দেখা যাচ্ছে তাদেরকে।
দেড় মিনিটের এ বিজ্ঞাপনচিত্রে অমিতাভ একজন বৃদ্ধ, যিনি তার পেনশনের টাকা ফেরত দিতে এসেছেন।
ভুল করে তার নামে টাকা চলে এসেছিলো।
বৃদ্ধকে সঙ্গে নিয়ে এসেছেন তার কন্যা।
শ্বেতা করেছেন ওই চরিত্রটি।
বিজ্ঞাপনচিত্রে বাবা-মেয়ের সম্পর্ক উঠে এসেছে দারুণভাবে।
শ্বেতা এর আগে অভিনয় করেননি যদিও, কিন্তু তাকে দেখা গেছে দু’টো টিভি অনুষ্ঠানে- সিমি গারেওয়ালের ‘রঁদেভু’ এবং করণ জোহরের ‘কফি উইথ করণ’-এ।
অমিতাভ বচ্চন এবং শ্বেতা দু’জনেই ভিডিওটি পোস্ট করেছেন টুইটারে। শ্বেতা লিখেছেন-
এটা আমাদের অনেক পরিশ্রমের এক টুকরো ভালোবাসা
তবে মেয়ের সঙ্গে স্ক্রিণশেয়ার করতে গিয়ে একটু বেশিই আপ্লুত অমিতাভ। আবেগীও। টুইট করছেন তিনি-
আমার জন্য এটা ভীষণ আবেগের মুহূর্ত। যখনই ভিডিওটি দেখছি, চোখ ভিজে যাচ্ছে জলে। মেয়েরাই সেরা!
অমিতাভ বচ্চন এখন শুটিং করছেন ‘ব্রক্ষ্মাস্ত্র’ ছবির। আছেন রণবির কাপুর ও আলিয়া ভাট।
অমিতাভকে দেখা যাবে ‘থাগ অব হিন্দুস্তান’ ছবিতেও। এতে আছেন আমির খান ও ক্যাটরিনা।