ব্যাটিং-বোলিং ও পয়েন্ট টেবিলে ডিপিএলে সেরা যারা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গত ৩ মার্চ শুরু হয়েছিল ঢাকা প্রিমিয়ার লিগ ( ডিপিএল)। ইতোমধ্যেই চতুর্থ রাউন্ড শেষ। যেখানে ৪ ম্যাচে ৩ জয় পেয়েছে মোট পাঁচ দল। তবে রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের সবার উপরে আছে সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমের লিজেন্ডস অব রূপগঞ্জ। আর আসরের একমাত্র জয়হীন দল রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। চার রাউন্ড শেষে এখনও জয়ের দেখা পায়নি দলটি।

লিজেন্ডস অব রূপগঞ্জ ছাড়াও চার ম্যাচে আবাহনী লিমিটেডও জিতেছে তিন ম্যাচ। আসরের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করা আবাহনী পরের তিন ম্যাচেই জিতেছে। পয়েন্ট তালিকায় তারা আছে দুইয়ে। এছাড়া গাজী গ্রুপ ক্রিকেটার্স,মোহামেডান স্পোর্টিং ক্লাব ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবও পেয়েছে তিনটি করে জয়। গাজী গ্রুপ ও মোহামেডানও আসরের প্রথম ম্যাচ হার দিয়ে শুরু করেছিল। রান রেটের কারণে গাজী গ্রুপ, মোহামেডান ও অগ্রণী ব্যাংক আছে যথাক্রমে পয়েন্ট টেবিলের তিন, চার ও পাঁচে।

বিজ্ঞাপন

চার ম্যাচ শেষে দুইটি করে জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব ও ধানমন্ডি ক্রিকেট ক্লাব। প্রথম দুই ম্যাচ জয়ের পর টানা দুই ম্যাচ হেরেছে ইমরুল কায়েসের ধানমন্ডি। প্রাইম ব্যাংক ছয়, গুলশান সাত ও ধানমন্ডি আছে তালিকার আটে।

আসরে একটি করে জয় পেয়েছে তিন দল। চার ম্যাচ শেষে এক জয় পাওয়া তিন দল ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, পারটেক্স স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব আছে যথাক্রমে টেবিলের নয়, দশ ও এগারো নম্বর অবস্থানে। পারটেক্সের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের পর টানা তিন ম্যাচ হেরেছে শাইনপুকুর।

বিজ্ঞাপন

আর ডিপিএলের এবারের আসরে একমাত্র জয়হীন দল রূপগঞ্জ টাইগার্স। চার রাউন্ড শেষে কোনো জয় না পাওয়া দলটি আছে পয়েন্ট টেবিলের একদম তলানিতে।
চার ম্যাচ শেষে ৭৫.৭৫ এভারেজে ৩০৩ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক প্রাইম ব্যাংকে মোহাম্মদ নাইম শেখ। এরপর ২৭৮ রান নিয়ে পারভেজ হোসেন ইমন আছেন দুইয়ে। আর ২৬৬ রান নিয়ে তালিকার তিনে তামিম ইকবাল।

আর বোলিংয়ে শীর্ষ উইকেট সংগ্রাহকের তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন লিজেন্ডস অব রূপগঞ্জের তানভীর ইসলাম ও মোহামেডানের তাইজুল ইসলাম। চার ম্যাচে দুজনেই নিয়েছেন ১০ টি করে উইকেট।