ফাইনালের ঘটনার ব্যাখ্যা জানতে আইসিসিতে চিঠি দিল পিসিবি
-
-
|

সংগৃহীত
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ট্রফি বিতরণ অনুষ্ঠানে আয়োজক পাকিস্তানের কোনো প্রতিনিধিকে না ডাকায় বেশ জলঘোলা হয়েছিল বিশ্ব ক্রিকেটাঙ্গনে। এবার সেই ঘটনার প্রতিবাদে এবার আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে এই ধরনের কর্মকাণ্ডের ব্যাখ্যাও চেয়েছে পিসিবি।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালের সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের পরিচালক ও পিসিবির প্রধান পরিচালক সুমাইর আহমেদ সাঈদ উপস্থিত থাকলেও তাকে মঞ্চে ডাকা হয় নি। আর এটা নিয়েই ক্ষেপেছে পাকিস্তানের বোর্ড। দেশটির সংবাদমাধ্যমকে পিসিবির মুখপাত্র জানিয়েছেন, স্বাগতিক দেশের প্রতি এমন আচরণের প্রতিবাদে আইসিসিতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। যেখানে ঘটনার ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি এ ধরনের ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলেও উল্লেখ করা হয়েছে।’
বোর্ডের পক্ষ থেকে আরো বলা হয়,‘আইসিসির এই সিদ্ধান্ত টুর্নামেন্ট ডিরেক্টর এবং পিসিবি চেয়ারম্যানের মনোনীত প্রতিনিধি সাঈদকে বাদ দিয়েছে, যেটা তার নিজস্ব স্ট্যান্ডার্ড অপারেটিং নিয়মাবলি লঙ্ঘন করেছে। এটিকে আমরা আইসিসির পুনরাবৃত্তি ভুল, দ্বিচারিতা হিসেবে দেখছি।’
পিসিবির মুখপাত্র আরো বলেন,‘টুর্নামেন্টের স্বাগতিক দেশকে বাদ দিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি আবারও নৈপুণ্য এবং ন্যায়বিচারের অভাব দেখিয়েছে। আমরা একটি পূর্ণাঙ্গ ব্যাখ্যা চেয়েছি এবং এটি নিশ্চিত করার দাবি জানিয়েছি যে এমন পক্ষপাতমূলক এবং অবিচারপূর্ণ আচরণ ভবিষ্যতে আর হবে না। পিসিবি ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থার কাছ থেকে পেশাদারিত্ব, স্বচ্ছতা এবং সমান প্রতিনিধিত্ব আশা করে।’
এদিকে আইসিসির পক্ষ থেকে গণমাধ্যমে বলা হয়েছে, আইসিসির প্রোটোকল অনুযায়ী, বোর্ডের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, চেয়ারম্যান অথবা বোর্ডের প্রধান নির্বাহী মঞ্চে থাকতে পারেন।’
অবশ্য এটা নিয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয় নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল(আইসিসি)।