ওয়ানডে বিশ্বকাপে নিয়ে ভাবছে ভারত, খেলবে ২৭ ম্যাচ

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংগৃহীত

সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ঘরে তোলার পর রোহিত শর্মাদের লক্ষ্য এবার ২০২৭ বিশ্বকাপ। সে লক্ষ্যেই প্রস্তুতি শুরু করছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। চলতি মাসে শুরু হতে যাওয়া আইপিএলের পরপরই সেই আসরকে সামনে রেখে নিজেদের প্রস্তুত করবে টিম ইন্ডিয়া। যেখানে বিশ্বকাপের আগে মোট ২৭টি ওয়ানডে ম্যাচ খেলবে ভারত।

২০২৩ সালে নিজেদের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ হারার বদলা অনেকটাই নিয়েছে রোহিতরা। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা জয়ে শিরোপা নিজেদের করে নিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে কোচ গৌতম গম্ভীরের শিষ্যরা। দুবাই থেকে ফিরেই আইপিএলকে নিয়ে ব্যস্ততা বেড়েছে ক্রিকেটারদের। এই ফাঁকে ২০২৭ বিশ্বকাপ খেলার আগে বিশ কিছু দ্বিপাক্ষিক সিরিজের সময়সূচি প্রস্তুত করেছে বোর্ড।

বিজ্ঞাপন

বিসিসিআইয়ের বরাতে জানা গেছে, আইপিএল শেষ হওয়ার পরপরই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামবে রোহিতরা। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে তারা। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষেও নি ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। তার আগে অবশ্য এশিয়া কাপ রয়েছে। যদিও সেটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। অস্ট্রেলিয়ার পর নভেম্বর-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ওয়ানডে ম্যাচ রয়েছে।

২০২৬ সালের জানুয়ারিতে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ভারত। ওই বছর অবশ্য শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ভারত। এরপর জুনে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। এর পর জুলাইয়ে ইংল্যান্ড সফর করবে ভারত। সেখানে তিনটি ওয়ানডে ম্যাচ এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলবে তারা।

বিজ্ঞাপন

পরের বছর সেপ্টেম্বর-অক্টোবরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ রয়েছে ভারতের। এরপরে আবার নিউজিল্যান্ড সফরে গিয়ে সাদা বলের সিরিজ খেলবে তারা। ২০২৭ বিশ্বকাপের আগে নিজেদের শেষ সিরিজ খেলবে ওই জানুয়ারিতে। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে তারা। তাতে লম্বা সময়ের ব্যস্ততাময় শিডিউলে বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করতে ভাল সময় পাবে তারা।