ভারতীয়দের রাজত্ব চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশে

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

২০ দিনের জমজমাট মাঠের লড়াইয়ের পর গত রোববার পর্দা নেমেছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের মত শিরোপা ঘরে তুলেছে ভারত। গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি।

আইসিসির প্রকাশিত টুর্নামেন্ট সেরার এই একাদশে জায়গা পেয়েছেন মাত্র তিন দলের ক্রিকেটার। যাদের মাঝে ৫ জন ভারতীয়, ৪ জন নিউজিল্যান্ডের ও ২ জন আফগানিস্তানের। দ্বাদশ ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে অক্ষর প্যাটেলকে। দলটির অধিনায়ক করা হয়েছে মিচেল স্যান্টনারকে।

বিজ্ঞাপন

দুই ওপেনার হিসেবে সেরা একাদশে জায়গা পেয়েছেন রাচিন রবীন্দ্র ও আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। রাচিন আসরের সেরা রান সংগ্রাহক। আর সেমিতে না খেলেও চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড করা জাদরান আছেন রাচিনের সঙ্গী হিসেবে। তিনে জায়গা পেয়েছেন আসরের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি। চার এবং পাঁচে জায়গা পেয়েছেন ভারতের মিডল অর্ডার সামলানো শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুল।

ছয় নম্বরে আছেন বর্তমান সময়ের সেরা ফিল্ডার গ্লেন ফিলিপস। ব্যাটিং এবং ফিল্ডিংয়ে নিউজিল্যান্ডের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। জাদরানের পর আফগানিস্তানের দ্বিতীয় ক্রিকেটার আজমাতুল্লাহ ওমরজ়াই। অধিনায়ক হিসেবে আছেন স্যান্টনার। মোহাম্মদ শামি ও ম্যাট হেনরি আছেন পেস বোলিংয়ের দায়িত্বে। আর আসরে চমক দেখানো বরুণ চক্রবর্তী আছেন শেষে।

চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশ

বিজ্ঞাপন

রাচিন রবীন্দ্র, ইব্রাহিম জাদরান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, আজমাতুল্লাহ ওমরজাই, মিচেল স্যান্টনার (অধিনায়ক), মোহাম্মদ শামি, ম্যাট হেনরি এবং বরুণ চক্রবর্তী।