নক্ষত্রেরও পতন হয়, সূর্যকেও যেতে হয় অস্তাচলে। এবার ৮৮ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করলেন সাবেক সোভিয়েত ইউনিয়ন দাবা গ্র্যান্ডমাস্টার বরিস স্পাসকি। শতাব্দীর সেরা দাবাড়র মৃত্যুতে শোক জানিয়েছে রাশিয়ান দাবা ফেডারেশন।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে সংস্থাটি। সেখানে আরো বলা হয়, ‘তার মৃত্যুর খবর দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার কাছ থেকে আমাদের প্রজন্মের পর প্রজন্ম দাবা শিখেছে।’
দাবার এই কিংবদন্তির মৃত্যুতে শোক জানিয়েছেন রাশিয়ার আরেক বিশ্বচ্যাম্পিয়ন গ্যারি ক্যাসপারভ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি ছবি পোস্ট করে গ্যারি লিখেন,‘শান্তিতে ঘুমান ১০ম বিশ্ব চ্যাম্পিয়ন, বরিস স্পাসকি। ১৯৮৫ সালে হাবনেরের সঙ্গে ম্যাচ আমার কাঁধের ওপর দিয়ে তিনি দেখছেন(ছবি)। অভাবনীয় প্রতিভা হিসেবে আবির্ভূত হয়ে দ্বিতীয় প্রচেষ্টায় অজেয় পেত্রোসিয়ানের কাছ থেকে (বিশ্বসেরার) মুকুট জয় এবং দশকের পর দশক তার অভিজাত ঘরানার খেলা প্রায়ই ১৯৭২ সালে ববি ফিশারের কাছে সেই হারে ঢাকা পড়ে যায়।’
১৯৩৭ সালে লেনিনগ্রাদে (সেন্ট পিটার্সবার্গ) জন্ম নেওয়া স্পাসকির দাবা খেলার শুরু পাঁচ বছর বয়সে। নাৎজি বাহিনীর তাণ্ডব থেকে পালিয়ে এতিমখানায় আশ্রয় নেওয়ার সময় দাবার হাতেখড়ি ঘটে তার। প্রতিভার দ্যুতি ছড়িয়েছিলেন শৈশবেই। জুনিয়র পর্যায়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাব জেতার পাশাপাশি ১৮ বছর বয়সে গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন, যেটা ওই সময়ে সময়ে সবচেয়ে কম বয়সে গ্র্যান্ডমাস্টার হওয়ার রেকর্ড।
আক্রমণাত্মক ও ‘স্যাক্রিফাইসিং’ খেলায় দ্রুতই নজর কেড়ে নেওয়া স্পাসকি ১৯৬১ সালে জিতেন সোভিয়েত চ্যাম্পিয়নশিপ। আট বছর পর ১৯০৬৯ সালে স্বদেশি টাইগ্রান পেত্রোসিয়ানকে হারিয়ে জিতেন বিশ্ব চ্যাম্পিয়নশিপের মুকুট। কিন্তু সে মুকুট টিকেছিল মাত্র তিন বছর। ১৯৭২ সালে সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার স্নায়ু যুদ্ধ চলাকালে ফিশারের বিপক্ষে ম্যাচটি বিশ্বজোড়া খ্যাতি এন দেয় স্পাসকিকে। যদিও সেই ম্যাচে হারেন তিনি।