ম্যাক্সওয়েলকে নিয়ে ভাবছে না আফগানিস্তান

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গ্লেন ম্যাক্সওয়েলকে আফগানিস্তান ক্রিকেটার ও ভক্ত সমর্থকেরা মনে রাখবেন কয়েক দশক। শেষবার যখন ওয়ানডেতে দুই দল মুখোমুখি হয়েছিল তখন এই ম্যাক্সওয়েলই আফগানদের বিপক্ষে তর্কসাপেক্ষে ওয়ানডে ইতিহাসের সেরা ইনিংসটা খেলেছিলেন। ৯১ রানে ৭ উইকেট তুলে নিয়ে ম্যাচটি যখন আফগানিস্তানের জিতে নেওয়া কেবল সময়ের দাবি,তখনই তাদের সামনে থেকে জয় ছিনিয়ে নিয়েছিলেন ম্যাক্সওয়েল। সে ম্যাচে অজি ব্যাটার খেলেছিলেন ২০১ রানের অবিশ্বাস্য ইনিংস।

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে যাওয়ার লড়াইয়ে ২৮ ফেব্রুয়ারি আবারও মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-আফগানিস্তান। প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এসে ইংল্যান্ডকে হারানোর পর আফগানদের পরবর্তী প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এ ম্যাচ যে দল জিতবে তারাই খেলবে সেমিতে।

বিজ্ঞাপন

যেহেতু অস্টেলিয়ার বিরুদ্ধে খেলা তাই ম্যাচের আগের দিন স্বাভাবিকভাবেই ম্যাক্সওয়েলকে নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে আফগান অধিনায়ক হাসমাতুল্লাহ শাহিদীকে। ম্যাক্সওয়েলকে নিয়ে কোনো আলাদা পরিকল্পনা আছে কিনা এ প্রশ্নের জবাবে শাহিদীর পাল্টা প্রশ্ন,আপনাদের কি মনে হয় আমরা কেবলমাত্র ম্যাক্সওয়েলের বিপক্ষে খেলতে নামব?’

শাহিদী যোগ করে বলেন,আমাদের পরিকল্পনা পুরো অস্ট্রেলিয়া দলকে নিয়ে। তারা ২০২৩ বিশ্বকাপে ভালো খেলেছে কিন্তু আমরা তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে হারিয়েছি। আমরা আমাদের সেরাটা দিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করব।’

বিজ্ঞাপন

ম্যাচের আগের দিন শাহিদীর এমন কথা প্রমাণ করে যে সে জানে তার দল অস্ট্রেলিয়াকে হারাতে সক্ষম। এ ম্যাচ জিতলে টানা দুই আইসিসি ইভেন্টের সেমিফাইনালে খেলবে আফগানিস্তান।