'ওয়ানডেতে সর্বকালের সেরা খেলোয়াড় কোহলি'

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিরাট কোহলি

বিরাট কোহলি

চ্যাম্পিয়ন্স ট্রফিতে চিরপ্রতিদ্বন্দি পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি। বর্ডার-গাভাস্কার ট্রফিতে যেখানে ফর্মহীনতায় ভুগছিলেন তিনি, সেখানে দুবাইয়ের মাটিতে দেখা গেল অন্য কোহলিকে। ১১১ বলে ১০০ রানের ইনিংস খেলেন কোহলি। এমন পারফর্মেন্সের পর তাকে ওয়ানডের সেরা খেলোয়াড় হিসেবে আখ্যা দিলেন ইংল্যান্ডের সাবেক দুই অধিনায়ক।

দুবাইয়ে গত রোববার পাকিস্তানের বিপক্ষে ম্যাচে চোখ ধাঁধানো সেঞ্চুরি দিয়ে আলোচনায় আসেন কোহলি। দারুণ ওই ইনিংস দিয়ে ওয়ানডে ক্যারিয়ারে ৫১তম সেঞ্চুরি পূর্ণ করলেন তিনি। পাশাপাশি শচীন টেন্ডুলকার ও কুমার সাঙ্গাকারার সঙ্গে দ্রুততম ১৪০০০ রান করার মাইলফলকও অর্জন করেন তিনি। যেখানে শচীনের লেগেছিল ৩৫০ ইনিংস আর সাঙ্গাকারার লেগেছিল ৩৭৮ ইনিংস। সেখানে মাত্র ২৮৭ ইনিংস খেলে এ ক্লাবে প্রবেশ করে শীর্ষে আছেন কোহলি।

বিজ্ঞাপন

ইংল্যান্ডকে ৫৪ টেস্ট ম্যাচে নেতৃত্ব দেওয়া অধিনায়ক মাইকেল আথারটন স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ৫০ ওভারের ক্রিকেটে রান তাড়ায় ইতিহাসে বিরাট কোহলির চেয়ে ভালো কেউ নেই। সত্যিই! ওয়ানডেতে ৫১টি সেঞ্চুরি একটি অবিশ্বাস্য সংখ্যা। তিনি ১৪,০০০ রান পার করেছেন, যা শুধু টেন্ডুলকার এবং সাঙ্গাকারা ওয়ানডে ক্রিকেটে এই মাইলফলক অতিক্রম করেছেন।’

তিনি আরো বলেন, ‘সবমিলিয়ে আমি বলতে চাই, ওয়ানডেতে সম্ভবত সে সেরা। আপনি জানেন, সব ফরম্যাটের জন্য সে একজন দারুণ খেলোয়াড়। এটা স্পষ্ট যে, ওয়ানডে তার সেরা ফরম্যাট।’

বিজ্ঞাপন

প্রায়ই একই সুর আরেক অধিনায়ক নাসের হোসাইনেরও। ১৯৯৯ থেকে ২০০৩ পর্যন্ত ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়া এই অধিনায়ক বলেন, 'তিনি (কোহলি) একজন অসাধারণ খেলোয়াড়। হ্যাঁ, এবং আপনাকে মানতেই হবে সম্ভবত তিনি সময়ের সেরা ওয়ানডে খেলোয়াড়। সত্যি বলতে তিনি যেসব রেকর্ড গড়েছেন তার পরে আর না মানার সুযোগ নেই।'
তিনি আরো বলেন,‘আপনি টেন্ডুলকারকেও একই আলোচনায় রাখতে পারেন। পাশাপাশি কুমার (সাঙ্গাকারা) আর এবি ডি ভিলিয়ার্সকেও রাখবেন। তারা সবাই দুর্দান্ত খেলোয়াড়, কিন্তু তিনি (কোহলি) শীর্ষে আছেন।’