‘পাকিস্তান এখনও আশি’র দশকের মত ক্রিকেট খেলছে’

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শহীদ আফ্রিদি

শহীদ আফ্রিদি

চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। ২০১৭ সালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল পাকিস্তান। সেই পাকিস্তানই ঘরের মাঠে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে সবার আগে।

এবারের আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে আসর শুরু করেছিল পাকিস্তান। সে ম্যাচে কিউইদের কাছে ৬০ রানে হেরেছিল মোহাম্মদ রিজওয়ানের দল। এরপর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দুবাইয়ে ভারতের বিপক্ষে খেলতে নেমেও পাকিস্তানকে করতে হয়েছে অসহায় আত্মসমর্পণ। তখনই আসর থেকে বিদায় একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল পাকিস্তানের। গতকাল নিউজিল্যান্ডের কাছে নাজমুল হোসেন শান্তদের হারের কারণে বাংলাদেশের সঙ্গে আসর থেকে বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। আর তাতেই সাবেক ক্রিকেটারদের তোপের মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল।

বিজ্ঞাপন

পাকিস্তান দলকে নিয়ে সমালোচনা ছিল আসর শুরুর আগে থেকেই। তবে বিদায়ের পর সমালোচকদের খাতায় নাম উঠলো সাবেক পাকিস্তানি কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদির। দলের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার সম্পূর্ণ পরিবর্তনের কথা বলেছেন সাবেক এই অধিনায়ক।

এএফটিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের ক্রিকেটারদের মানসিকতার সমালোচনা করে আফ্রিদি বলেন,‘২০২৫ এ এসে অন্যান্য দলগুলো যেখানে আক্রমণাত্মক ও আধুনিক ক্রিকেট খেলছে,সেখানে পাকিস্তান দল পড়ে আছে সেই ৮০ কিংবা ৯০ দশকের খেলার স্টাইলে। এক ম্যাচে অসংখ্য ডট বলে খেলার অসুস্থ মানসিকতাও পিছিয়ে দিচ্ছে আমাদের।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, এবারের আসরে পাকিস্তানের দুই ম্যাচেই ব্যাটাররা অসংখ্য ডট বল খেলেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬২ ডট বল খেলার পর,ভারতের বিপক্ষে পাকিস্তানের ব্যাটাররা খেলেছেন ১৫২ টি ডট বল।

অতিরিক্ত ডট বল খেলার সমালোচনা করে আফ্রিদি বলেন,‘পাকিস্তানি ক্রিকেটারদের মানসিকতা আধুনিক ক্রিকেটের সঙ্গে মেলে না। আমাদের দলে এমন মানসিকতার সম্পূর্ণ সংস্কার প্রয়োজন।’

টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও বাংলাদেশের সঙ্গে এক ম্যাচ বাকি আছে পাকিস্তানের। যদিও ২৭ ফেব্রুয়ারির সে ম্যাচটি কেবলই নিয়মরক্ষার।