একই মাঠে সবগুলো ম্যাচ বাড়তি সুবিধা দিচ্ছে ভারতকে: কামিন্স

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্যাট কামিন্স

প্যাট কামিন্স

ইতোমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে ভারত। প্রথম ম্যাচে বাংলাদেশকে ছয় উইকেটে হারানোর পর দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিন্তানকেও ছয় উইকেটে হারিয়েছে রোহিত শর্মার দল।

আসরে সবকিছুই রোহিতদের হয়ে কথা বলছে। তাদের বোলারও দুই ম্যাচে প্রতিপক্ষকে ২৫০ রানের নিচে বেধে রেখেছে। তবে ভারতের এমন সাফল্য সামনে তুলেছে অনেক প্রশ্ন। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর হওয়ার কথা ছিল পাকিস্তানে। তবে ভারতের বাধা হয়ে দাড়ানোতে এবারের আসর আয়োজিত হচ্ছে হাইব্রিড মডেলে। যেখানে ভারত তাদের সবগুলো ম্যাচ খেলবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। মূলত এ বিষয়টাই বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে। অন্যান্য দেশগুলো যেখানে পাকিস্তানের ভিন্ন তিন মাঠে তিন ম্যাচ খেলছে সেখানে ভারত তাদের সবগুলো ম্যাচই খেলছে দুবাইয়ে। এমনকি ভারত ফাইনালে গেলে ফাইনাল ম্যাচটিও আয়োজিত হবে দুবাইয়ে।

ভারতকে আইসিসির এমন সুবিধা দেওয়ার কথা সম্প্রতি সামনে এনেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। এ বিষয়ে কামিন্স বলেন,এটা ঠিক যে টুর্নামেন্ট এভাবে আয়োজন করা যায় কিন্তু একটি দলের সবগুলো খেলাই একই মাঠে হলে সে দল বাড়তি সুবিধা পায়। ভারত এমনিতেই শক্তিশালী দল এবং একই মাঠে সবগুলো ম্যাচ খেলার কারণে তারা আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে।’

বিজ্ঞাপন

কামিন্সের সঙ্গে একমত প্রকাশ করেছেন সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল আথারটন ও নাসের হুসাইন। আথারটনের মতে দুবাইয়ে সবগুলো ম্যাচ খেলার কারণে ভারত অনেক বেশি সুবিধা পাচ্ছে।

প্রসঙ্গত, আইসিসি টুর্নামেন্টে সাধারণত এক দলকে বিভিন্ন মাঠে খেলতে হয়। একই মাঠে খেলার কারণে ভারত পিচ এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারছে। ফলে আসরে যে তারা অন্য দল গুলো থেকে বেশি সুযোগ ভোগ করছে তা বলার অপেক্ষা রাখে না।