‘ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিং এতটাও খারাপ না’

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটিং নিয়ে হচ্ছে সমালোচনা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে ব্যাটিং ধ্বস সে সমালোচনায় বাড়তি রসদ যুগিয়েছে। তবে ভারতের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতাকে দূর্ঘটনা বললেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার ও নির্বাচক আব্দুর রাজ্জাক।

ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ৩৫ রান তুলতেই প্রথম ৫ উইকেট হারায় বাংলাদেশ। যেখানে ওপেনার সৌম্য সরকার, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম ফিরেছেন কোনো রান না করেই। এমন ব্যাটিং বিপর্যয়কে কেবলমাত্র দূর্ঘটনা বললেন রাজ্জাক আর পরবর্তী ম্যাচে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী তিনি।

বিজ্ঞাপন

রাওয়ালপিন্ডিতে ট্রেনিং চলাকালে গণমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্জাক বলেন,‘আমরা যেভাবে ৫টা উইকেট হারিয়েছি এটা অবাক করা বিষয়। কিন্তু আমার মনে হয় এখন এ বিষয়ে কথা না বলাই ভালো।’

রাজ্জাক আরও যোগ করে বলেন,‘এটা কেবলমাত্র একটা দূর্ঘটনা। আমাদের ব্যাটাররা রান করছে না এমনটা নয়। ওডিআইতে আমাদের টপ অর্ডার এতটাও খারাপ না। ম্যাচের ঐ অংশটুকু বাদ দিলে আর সবকিছুতেই আমরা ভালো করেছি। সামনের ম্যাচে এরকম কিছু হবে না।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, পাওয়ারপ্লেতে ৫ উইকেট হারানোর পরও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিকের রেকর্ড পার্টনারশীপে ২২৮ রান তোলে বাংলাদেশ। যদিও তাতে ভারতকে আটকাতে পারেনি টাইগাররা। ভারতের কাছে হেরেছে ৬ উইকেটে। আগামী ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ।