আফ্রিদিকে বোলিং অ্যাকশন পরিবর্তনের পরামর্শ আমিরের

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ আমির

শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ আমির

স্বাগতিক দেশ হিসেবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে এগিয়ে রেখেছিলেন সাবেক অনেক ক্রিকেটার। তবে তাদের সে প্রত্যাশা ও ভবিষ্যদ্বাণীকে ভুল প্রমাণ করেছে পাকিস্তান। ঘরের মাঠে আসর শুরু করেছে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬০ রানের বড় ব্যবধানের হার দিয়ে।

এ হারের জন্য অবশ্য পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতার থেকে বড় দায়ী তাদের বোলারদের ব্যর্থতা। শেষ ১০ ওভারে পাকিস্তানি বোলারদের বিপক্ষে ১১৩ রান করেছে কিউই ব্যাটাররা। দলের সবথেকে নির্ভরযোগ্য বোলার শাহীন শাহ আফ্রিদি ১০ ওভারে দিয়েছেন ৬৮ রান। পাননি কোনো উইকেট। এবার আফ্রিদির এমন ব্যর্থতার জন্য তার বোলিং অ্যাকশনকে দায়ী করলেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির।

বিজ্ঞাপন

লাইভ অনুষ্ঠান চলাকালে আমির আফ্রিদির বোলিং অ্যাকশনের ভুল নিয়ে কথা বলেন এবং তা সমাধানের জন্য প্রয়োজনীয় পরামর্শ দেন। এ সময় শাহীন কীভাবে আরও ভালো করতে পারবে সে বিষয়েও কথা বলতে দেখা যায় সাবেক এ পেসারকে।

প্রসঙ্গত, ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় চোট পেয়েছিলেন শাহীন। তখন থেকেই তার বোলিংয়ের ধার কিছুটা কমে এসেছে। যা পাকিস্তানের বোলিং আক্রমণকে দুর্বল করে দিয়েছে।

বিজ্ঞাপন

পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফও একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং আফ্রিদির বোলিংয়ের ঘাটতি নিয়ে কথা বলেছেন। তিনি বলেন,‘শাহীন বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে যতটা ভালো বল করতে পারে, ডানহাতি ব্যাটারদের বিপক্ষে তা পারছে না। ওর বোলিং অ্যাকশনে যত দ্রুত সম্ভব সামান্য কিছু পরিবর্তন আনা প্রয়োজন।’

২৩ ফেব্রুয়ারি টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে গত আসরের চ্যাম্পিয়ন পাকিস্তান। বাংলাদেশকে হারিয়ে এবারের আসরে শুভ সূচনা করেছে ভারত।