আবারো মাঠে ফিরছেন সাকিব?

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

দেশে ফিরতে না পারার মাঝেও এবার দেশের ঘরোয়া ক্রিকেটের আসর ঢাকা প্রিমিয়ার লিগে(ডিপিএল) খেলার জন্য নিজের নাম লেখালেন সাকিব আল হাসান। আসরের অন্যতম ফ্র্যাঞ্চাইজি লিজেন্ড অব রূপগঞ্জ এর জার্সিতে মাঠে নামতে যাচ্ছেন সাকিব।

অনলাইনে সাকিবের সঙ্গে চুক্তি করার বিষয়টি নিশ্চিত করেছে রূপগঞ্জ কর্তৃপক্ষ। এর আগে ডিপিএলে চলতি আসরকে সামনে রেখে কয়েকজন ক্রিকেটারের সঙ্গে চুক্তি সেরেছিল দলটি। সেখানে রুপগঞ্জের জার্সি গায়ে মাঠে নামার কথা আছে সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক ও তানজিম হাসান সাকিবের মতো জাতীয় দলের খেলোয়াড়দের।
আগামী মার্চ থেকে শুরু হতে যাওয়া ডিপিএলকে সামনে আজ (শনিবার) এবং আগামীকাল দুই দিনব্যাপী চলবে ক্রিকেটারদের দলবদল। যে কারণ দল গোছাতে ব্যস্ত ক্লাবগুলো। সেখানে ক্রিকেটারদের দলে টানতে বেশ জোরেশোরে এগিয়ে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

বিজ্ঞাপন

উল্লেখ্য গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে দেশের বাইরে অবস্থান করছেন সাকিব। ঘরের মাঠে শেষ টেস্ট খেলতে চেয়েও পারেননি বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। এমনকি সবশেষ বিপিএলেও খেলতে পারেননি তিনি। আর বোলিং অ্যাকশনের জটিলতা হাত ফসকে বেরিয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ। এছাড়া সাকিবের নামে রয়েছে হত্যা মামলা। তাই ডিপিএলে নাম লেখালেও শেষ পর্যন্ত খেলতে পারবেন কিনা তা সময়ই বলে দিবে।

বিজ্ঞাপন