গম্ভীরের পরিকল্পনায় বাংলাদেশকে হারালেন গিল

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শুভমন গিল

শুভমন গিল

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে টপ অর্ডারে ভয়াবহ ব্যর্থতার কারণে ভারতের কাছে ৬ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আর ভারতের জয় তুলতে বড় অবদান রেখেছেন ওপেনিংয়ে নামা শুভমন গিল। ম্যাচ শেষে জয়ের নায়ক গিল জানালেন মাঠের বাইরে থেকে নাজমুল হোসেন শান্তদের টেকানোর মন্ত্র বলে দিয়েছিলেন কোচ গৌতম গম্ভীর। আর গম্ভীরের পরিকল্পনা অনুযায়ী খেলে দলকে জয়ের বন্দরে নোঙর করান তিনি।

দুবাইয়ে গতকাল বৃহস্পতিবার ওপেনিং ব্যর্থতার পরে জাকের আলী আর তাওহিদ হৃদয়ের ব্যাট ভর করে ২২৮ রানের মাঝারি পুঁজি পায় বাংলাদেশ। অল্প রানের লক্ষ্য তাড়ায় টাইগারদের পেসারদের বোলিং আক্রমণকে পাশ কাটিয়ে ৬ উইকেটের বড় ব্যবধানে জয় নেয় ভারত। দলের হয় ক্রিজের অপরপ্রান্তে লৌহ মানব হয়ে দাঁড়িয়ে থেকে শেষ পর্যন্ত জয় ১২৯ বলে ১০১ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ওপেনার শুভমন গিল। ম্যাচ শেষে গিল বলেন, ‘একটা সময় আমাদের ওপর চাপ বেড়ে গিয়েছিল। তখন সাজঘর থেকে বার্তা পাঠানো হয় যে আমাকে শেষ পর্যন্ত ব্যাট করতে হবে। সেটাই করেছি।’

বিজ্ঞাপন

মাঠে টিকে থাকতে কোচের নির্দেশ পালন করেছেন গিল। তাতে ১২৬ বলে শতরান করেছেন তিনি। ২০১৯ সালের পর কোনো আইসিসির কোনো আসরে এটি কোনো ভারতীয় ব্যাটারের করা সবচেয়ে ধীরগতির শতরান। কিন্তু তারপরেও এই শতরানকে অনেকটা এগিয়ে রাখছেন শুভমন। তিনি বলেন, ‘এটা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস। কোনো আইসিসি প্রতিযোগিতায় এই প্রথম শতরান করলাম। নিজের খেলায় আমি খুব খুশি।’
এসময় দুবাইয়ের উইকেট নিয়ে তিনি বলেন, উইকেটে পড়ে বল আরও স্লো হচ্ছিল। তাই পেসারদের বিরুদ্ধে ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলছিলাম। স্পিনারদের বিরুদ্ধে সামনের পায়ে খেলতে সমস্যা হচ্ছিল। তাই আমি আর বিরাট ভাই ঠিক করি, যতটা পারব পেছনের পায়ে খেলব। দৌড়ে রান নেওয়ার দিকে বেশি নজর দিয়েছিলাম। নইলে চাপ আরও বাড়ত।’

এ ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা অভিযান বেশ দারুণভাবে করেছে ভারত।

বিজ্ঞাপন